আন্তর্জাতিক ডেস্ক
আমেরিকায় বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যু

এবার যুক্তরাষ্ট্রের আরেক অঙ্গরাজ্য কেনাটাকিতে এক অস্ত্রধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের সূত্রে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তির বাড়িতে ওয়ারেন্ট নিয়ে যায় পুলিশ সদস্যরা। এসময় তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে সে। তার বাড়িটি ছিল নির্জন জায়গায়।
ফ্লয়েডের কাউন্টি শেরিফের কার্যালয় গত শুক্রবার নিহত দুই পুলিশের পরিচয় শনাক্ত করেছে। উইলিয়াম পেট্রি এবং ক্যাপ্টেন রালপাহ ফ্রেসার। আহত তৃতীয় পুলিশ কর্মকর্তা শুক্রবার মারা যান।
আহত তিন কর্মকর্তাকে আহত হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের অবস্থা স্থিতিশীল। একজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জরুরি বিভাগের এক কর্মকর্তাও আহত হন, হামলার সময় পুলিশের এক কুকুর মারা গেছে। ৪৯ বছর বয়সী হামলাকারী ল্যান্স স্টর্জকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগারে নেওয়া হয়েছে।
ফ্লয়েড কাউন্টি শেরিফ জন হান্ট শুক্রবার বিকেলে সাংবাদিকদের বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তা বাহিনী। রেসপন্ডিং কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন ‘পুরোপুরি নরকের’ মুখোমুখি হন তারা। কোনও সুযোগই ছিল না।
আইনিউজ/এইচএ
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’
- পঙ্গপাল না মেরে বিক্রি করে আয় করছেন কৃষকরা!
- ভারতে সাতটি রাজ্যে ছড়িয়েছে পঙ্গপাল, ঝুঁকিতে আছে গ্রীষ্মকালীন ফসল
- করোনায় ভারতে এইচএসসি পরীক্ষা বাতিল
- মাথায় কাঁঠাল পড়ে আহত, টেস্ট করে জানা গেল করোনা আক্রান্ত
- মাস্ক পরা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন নির্দেশনা
- করোনায় মৃত্যু হলো এক মাতৃভাষার!