Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯, ১২ জুলাই ২০২২

হাজার চোখ জলে ভাসিয়ে বিদায় নিলেন প্রধানমন্ত্রী আবে

টোকিওর সড়কগুলোতে হাজারো মানুষ শিনজো আবেকে শেষ বিদায় জানাতে জড়ো হন

টোকিওর সড়কগুলোতে হাজারো মানুষ শিনজো আবেকে শেষ বিদায় জানাতে জড়ো হন

জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবে'কে শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন টোকিওর রাস্তায়। হাজারো মানুষের চোখ জলে ভাসিয়ে বিদায় নিলেন শিনজো আবে।

জাপানের টোকিওর শিনাগাওয়া ওয়ার্ডের কিরিগায়া নামের একটি হলে শিনজো আবের শেষকৃত্যের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে প্রধানমন্ত্রী মৃতদেহ নিয়ে আসা গাড়িটি টোকিওর বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এসময় টোকিওর সড়কগুলোতে হাজারো মানুষ শিনজো আবেকে শেষ বিদায় জানাতে জড়ো হন।

বিবিসির প্রতিবেদনে বলছে, যদিও এটি একটি পারিবারিক অনুষ্ঠান ছিলো। রাজনৈতিক সহকর্মী এবং প্রধানমন্ত্রীর পরিচিতজনদের বাইরে আর কারো নিমন্ত্রণ ছিলো। তবু রাস্তায় রাস্তায় প্রিয় নেতাকে বিদায় জানাতে আসা লোকেদের সংখ্যা ছিলো চোখে পড়ার মতো। টোকিওর রাস্তায় জুড়ে পতাকা অর্ধনমিতভাবে রাখা হয়েছে।  মন্দিরের বাইরে দীর্ঘ লাইনে অনেকে ফুলের বুফে নিয়ে অপেক্ষা করছিলেন শেষ বিদায় জানাতে।

তাদের মধ্যে অনেকেই সংবাদমাধ্যমকে বলেছেন যে আবে তাদের নিরাপত্তা ও নিরাপত্তার অনুভূতি দিয়েছেন। একজন মহিলা বলেছিলেন, কোভিডের প্রথম দিনগুলিতে, যখন আবে প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি অনুভব করেছিলেন যে তিনি কার্যকরভাবে সংকট মোকাবেলা করেছেন।

গত শুক্রবার (৮ জুলাই) দক্ষিণ জাপানের নারাতে একটি প্রচারণা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় গুলি করে হত্যা করা হয় সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?

লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা

Green Tea
সর্বশেষ