Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ২০:২৬, ২৭ জুলাই ২০২২

গুজরাটে ভেজাল মদ পান করে ৪০ জনের মৃত্যু, আটক ৬

মদ পানে মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে গুজরাট পুলিশ

মদ পানে মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে গুজরাট পুলিশ

ভারতের গুজরাট রাজ্যে ভেজাল মদ পান করে এ পর্যন্ত ৪০ জন মারা গেছেন বলে জানিয়েছে গুজরাটের স্বাস্থ্য বিভাগ। সোমবার (২৫ জুলাই) গুজরাটের আহমেদাবাদ জেলায় ভেজাল মদ পানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ৫১ জন। এদের মধ্যে মঙ্গলবার (২৬ জুলাই) মারা যান ২৮ জন। পরে আজ বুধবার (২৭ জুলাই) মারা যায় আরও ১২ জন।

ভেজাল মদ পানে মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে গুজরাট পুলিশ। ছয় জনকে গ্রেফতারও করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বার্তা সংস্থা রয়টার্সকে বলা হয়েছে, আক্রান্ত সবাই মদ মনে করে মিথাইল অ্যালকোহল পান করেন। তারপরই তারা অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসাধীন আরও কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে সরকারি পারমিট ছাড়া মদ কেনাবেচা নিষিদ্ধ। তাই গোপনে সেখানে দেশী মদের ব্যবসা চলে। যারা ব্র্যান্ডের মদ কিনতে পারেন না, তারা হুচ নামের ওই দেশী মদ কিনে থাকেন। আক্রান্তদের কাছে হুচের নামেই মিথাইল অ্যালকোহল বিক্রি করা হয়েছিল।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

৪০ লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ, রাতরাতি ধনী জেলে

দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

আদিবাসী জনগোষ্ঠির সংস্কৃতি । Indigenous Culture । Eye News

Green Tea
সর্বশেষ