Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩১, ১৭ ডিসেম্বর ২০২২
আপডেট: ১৭:৩২, ১৭ ডিসেম্বর ২০২২

ফাইনাল খেলায় উগ্র সমর্থকদের জন্য ফ্রান্সে ১৪ হাজার পুলিশ মোতায়েন

এর আগে ফ্রান্স-মরক্কোর খেলার দিন অন্তত ১১৫ জন উগ্র সমর্থককে গ্রেফতার করা হয়।

এর আগে ফ্রান্স-মরক্কোর খেলার দিন অন্তত ১১৫ জন উগ্র সমর্থককে গ্রেফতার করা হয়।

আর মাত্র একদিন পরেই অনুষ্ঠিত হবে কাতার বিশ্বকাপের ফাইনালের খেলা। রোববার (১৮ ডিসেম্বর) ফাইনালের এই মহারণে মুখোমুখি আর্জেন্টিনা এবং ফ্রান্স। তবে ফাইনাল খেলার সময় যাতে কোনো ধরনের ঝামেলা পোহাতে নাহয় সেজন্য গোটা ফ্রান্স জুড়ে ১৪ হাজার পুলিশ মোটায়েন করবে ফরাসি প্রশাসন।

গতকাল শুক্রবার (১৬ ডিসেম্বর) ফরাসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ফরাসি বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

আর্জেন্টিনার বিপক্ষে ফুটবল বিশ্বকাপের ফাইনালে আগামী রোববার (১৮ ডিসেম্বর) মাঠে নামছে ফরাসিরা। এদিন দেশটিতে নিরাপত্তার দায়িত্বে থাকবেন পুলিশ সদস্যরা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন নিরাপত্তা পরিকল্পনা প্রকাশ করেছেন। এতে বলা হয়েছে, ফ্রান্স ফাইনালে জিতলে প্যারিসের রাস্তায় বিপুল জনসমাগম হতে পারে।

এর আগে ১৯৯৮ ও ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের পর চ্যাম্প-এলিসিস অ্যাভিনিউতে ৬ লাখ মানুষ নেচে-গেয়ে উদ্‌যাপন করেছেন। আগামী রোববার (১৮ ডিসেম্বর) যান চলাচলের জন্য রাস্তাটি বন্ধ থাকবে। শৃঙ্খলা রক্ষায় সেখানে মোতায়েন থাকবে ২ হাজার ৭৫০ জন পুলিশ কর্মকর্তা।

এর আগে গত বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় অন্তত ৪০ জন উগ্র ডানপন্থি সমর্থককে গ্রেফতার করা হয়েছে। সেদিন সেমিফাইনালে ফ্রান্স মরক্কোকে হারানোর পর হৈ-হুল্লোড় করতে থাকা লোকজনের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছিল তারা। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা লড়াই করতে জড়ো হয়েছিল।

এছাড়া এদিন বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের সঙ্গে মরক্কোর জয়ের পর প্যারিসের রাস্তা থেকে প্রায় ১১৫ জনকে আটক করা হয়েছে। এর আগে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স জয় পাওয়ার পরও সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল। সমবেত মানুষকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছিল।

ফ্রান্সের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে এবং বৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে উদ্‌যাপন বিঘ্নিত হতে পারে।

আইনিউজ/এইচএ

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ