আই নিউজ প্রতিবেদক
আতঙ্ক বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

প্রতীকী ছবি
আতঙ্ক বাড়াচ্ছে আরব সাগরে সৃষ্ট গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। বাংলাদেশের আবহাওয়ায় তীব্র তাপপ্রবাহের পর এখন কিছু জেলায় ঝরছে স্বস্তির বৃষ্টি। পার্শ্ববর্তী দেশ ভারতেও তীব্র গরম আবহাওয়া চলছে। এরিমধ্যে ঘূর্ণিঝড় নিয়ে সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া অফিস। ঝড়ের বেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর। খবর হিন্দুস্তান টাইমসের।
আজ শনিবার (১০ জুন) সকালে ভারতের আবহাওয়া বিভাগের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, শেষ ছয় ঘণ্টায় ১১ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে বাংলাদেশ।
স্থানীয় সময় শুক্রবার (৯ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে এটি পূর্ব-মধ্য আরব সাগরের উপরে অবস্থান করছিল, যা ভারতের গোয়া থেকে ৬৯০ কিলোমিটার পশ্চিম, মুম্বাই থেকে ৬৪০ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম এবং পোরবন্দরের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৬৪০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অতি প্রবল ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হবে এবং উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এছাড়াও পরবর্তী তিন দিনে আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ‘বিপর্যয়’।
ভারতের আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, শনিবার সকাল থেকে পূর্ব-মধ্য আরব সাগর এবং সংলগ্ন পশ্চিম-মধ্য আরব সাগরে ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার বেগে বাতাস বইবে। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ঘণ্টায় ১৫৫ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। সন্ধ্যায় ঝড়ের দাপট আরও বাড়বে।
সেসময় ঝড়ের বেগ কখনও কখনও ঘণ্টায় ১৬৫ কিলোমিটার ছুঁয়ে ফেলবে। অধিকাংশ সময় ঘণ্টায় ১৪০-১৫০ কিলোমিটার বেগে ঝড় বইবে। আবার উত্তর-পূর্ব আরব সাগরের সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার বেগে ঝড় বইবে। দমকা হাওয়ার বেগ ৮০ কিলোমিটার হতে পারে।
এছাড়াও শনিবার পূর্ব-মধ্য আরব সাগর এবং সংলগ্ন পশ্চিম-মধ্য আরব সাগরে ঘণ্টায় ১৪৫-১৫৫ কিলোমিটার বেগে ঝড় হবে। যা কখনও কখনও ১৭০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। তবে এদিন সন্ধ্যা থেকে কিছুটা বেগ কমবে।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক