Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৯, ১০ এপ্রিল ২০২১
আপডেট: ২১:৫৯, ১০ এপ্রিল ২০২১

দেশে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১৮ হাজার মানুষ

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ৮ এপ্রিল থেকে শুরু হয়েছে করোনা টিকার দ্বিতীয় ডোজের প্রয়োগ। সেই থেকে এখন পর্যন্ত ২ লাখ ১৮ হাজার ২৬ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

এছাড়া দেশে এ পর্যন্ত ৫৬ লাখ ৩ হাজার ৪৫০ জন মানুষ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। এদের মধ্যে ৩৪ লাখ ৭৪ হাজার ৮৮০ জন পুরুষ এবং ২১ লাখ ২৮ হাজার ৫৭০ জন নারী রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৯ হাজার ৯৪৩ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১২ হাজার ৩১১ এবং নারী ৭ হাজার ৬৩২ জন।

একই সময়ে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৭০৩ জন। এদের মধ্যে পুরুষ ৯৬ হাজার ৫৫৯ এবং নারী ৪০ হাজার ১৪৪ জন।

এছাড়া শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৭০ লাখ ১৮ হাজার ১৫০ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন। টিকা নিতে আগ্রহী সবাই সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে (www.surokkha.gov.bd) গিয়ে নিবন্ধন করতে পারবেন।

সুরক্ষা অ্যাপের লিংক: https://surokkha.gov.bd/

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ