Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৪, ২০ মার্চ ২০২২

শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবি, ৫ মরদেহ উদ্ধার

কার্গো জাহাজের সামনে লঞ্চ উল্টে যাচ্ছে, ভিডিও থেকে সংগৃহীত ছবি

কার্গো জাহাজের সামনে লঞ্চ উল্টে যাচ্ছে, ভিডিও থেকে সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী কার্গো জাহাজের সামনে পড়ে একটি লঞ্চডুবির ঘটনায় দুই শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার হয়েছে। এঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন নিখোঁজ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিখোঁজদের উদ্ধারে যৌথভাবে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের সদস্যরা।

রবিবার দুপুরে চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার মরদেহগুলোর মধ্যে ১০ বছরের এক মেয়ে শিশু, তিন বছরের এক ছেলে শিশু, ১৭ বছরের এক কিশোরী, ২৮ বছরের একজন নারী ও আনুমানিক ৫০ বছরের এক ব্যক্তি রয়েছেন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীতে একটি কার্গো জাহাজের সামনে পড়ে মুন্সীগঞ্জগামী যাত্রীবাহী একটি লঞ্চ ডুবে যায়। লঞ্চটিতে আনুমানিক ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন।

পরে ১৫ থেকে ২০ জনের মতো যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

লঞ্চডুবির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ৩৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে একটি বড় কার্গো জাহাজ সোজা নদী বরাবর চলছে। তার সামনে একটি ছোট লঞ্চ আটকে আছে। ধীরে ধীরে তা কাঁৎ হয়ে ডুবে যায়। এসময় লঞ্চের ওপরে থাকা মানুষজন প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন।

দুর্ঘটনার জন্য দোষ কার, লঞ্চ নাকি কার্গোর তা ভিডিও দেখে বুঝা যায়নি। যদিও বিআইডব্লিউটিএ বলছে কার্গোর মাস্টারের অসর্তকতায় এ দুর্ঘটনা ঘটতে পারে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, দুর্ঘটনাকবলিত লঞ্চের নাম এম এল আফসার উদ্দিন। আর কার্গো জাহাজটির নাম- এমভি রুপসি-৯।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

Green Tea
সর্বশেষ