Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫,   আষাঢ় ১৯ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:১৩, ২৯ জুন ২০২২
আপডেট: ১৫:০৮, ২৯ জুন ২০২২

স্বেচ্ছাসেবক লীগ সভাপতির মৃত্যুতে পানি সম্পদ প্রতিমন্ত্রীর শোক

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। দুঃখপ্রকাশ করেছেন পানি সম্পদ উপ-মন্ত্রী একে.এম. এনামুল হক শামীম।

১৬ জুন থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে মঙ্গলবার (২৯ জুন) সকালে ৫৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীর প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় তারা বলেন, ২০১৯ সালে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হওয়ার অনেক আগে থেকে ছাত্রলীগের হাত ধরে নির্মল রঞ্জন গুহের রাজনীতিতে পথচলা শুরু। ছাত্রাবস্থায় তিনি ঢাকার দোহার উপজেলায় নয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়কের দায়িত্ব পালন করেন। রাজনীতিকে তিনি দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।  

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়