Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৭, ২৭ মে ২০২৩

শর্ত সাপেক্ষে পুলিশের এসকর্ট সুবিধা পাবেন রাষ্ট্রদূতরা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

বাংলাদেশে অবস্থানরত বিদেশী রাষ্ট্রদূতদের নিরাপত্তায় শর্ত সাপেক্ষে পুলিশের এসকর্ট সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

তিনি বলেছেন, কূটনীতিকদের প্রটোকলে বড় কোনো পরিবর্তন নেই, শুধু সড়কে পুলিশের বদলে আনসার থাকবে। তবে শর্তসাপেক্ষে পুলিশের নেতৃত্বে রাষ্ট্রদূতদের এসকর্ট সুবিধা বহাল থাকবে।

শনিবার (২৭ মে) দূতাবাসগুলোর চাহিদা সাপেক্ষে এসকর্ট সুবিধা বহাল থাকার কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ২০১৩ সালে আগুন-সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে কয়েকজন রাষ্ট্রদূতকে বাইরে চলাফেরার সময় পুলিশের সমন্বয়ে সার্বক্ষণিক এসকর্ট সুবিধা দেওয়া হতো। কিন্তু এখন আগের মতো পরিস্থিতি না থাকায় তাদের এসকর্ট সুবিধা তুলে নেয়া হয়েছিল।

তিনি বলেন, শর্তসাপেক্ষে সবাই এসকর্ট সুবিধা ফিরে পাবেন। রাষ্ট্রদূতদের এসকর্ট সুবিধা দেওয়ার জন্য আমাদের আনসার গার্ড রেজিমেন্ট (এজিবি) সদস্যরা প্রস্তুত রয়েছে।

তিনি আরো বলেন, কোনো দূতাবাস যদি মনে করে তাদের এসকর্ট সুবিধা দরকার তাহলে তারা সেখান থেকে সেই সুবিধা নিতে পারবে। একজন পুলিশ কমান্ডারের নেতৃত্বে তাদের এসকর্ট সুবিধা দেওয়া হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়