Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

বিষ্ণু দেব, মৌলভীবাজার

প্রকাশিত: ২৩:০৬, ২৭ মে ২০২২
আপডেট: ২৩:১৪, ২৭ মে ২০২২

শ্রীমঙ্গলে বাসার ছাদে অপরূপ কালনাগিনী

কাল নাগিনী সাপ

কাল নাগিনী সাপ

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে একটি বাসার ছাদ থেকে উদ্ধার হয়েছে এক অপরূপ সুন্দর সাপ কালনাগিনী। বন বিভাগ এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন তিনদিনের চেষ্টায় সাপটিকে উদ্ধার করে। 

শুক্রবার (২৭ মে) সকালে শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট সড়কের জুয়েল কানুর বাসার ছাদ থেকে বিপন্ন ‘কালনাগিনী’ উদ্ধার করা হয়। সাপটি উদ্ধার করার সময় ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলকে বন বিভাগ সহযোগিত করে।

স্বপন দেব সজল জানান, গত বুধবার (২৫ জুন) দুপুরে তিনতলা বাসার ছাদে সাপটি দেখতে পান বাসার লোকজন। আতঙ্কিত হয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলকে ফোন দেন ওই বাড়ির বাসিন্দা জুয়েল কানু। তিনদিনের প্রচেষ্টার শুক্রবার সকালে বন বিভাগকে সাথে নিয়ে সাপটি উদ্ধার করেন সজল দেব।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল আইনিউজকে বলেন, কালীঘাট সড়কের জুয়েল কানু ফোন দিয়ে তাঁর বাড়িতে একটি সাপ দেখতে পেয়েছেন বলে জানান। কিন্তু গত দুই দিন গিয়েও সাপটি পাওয়া যায়নি। সাপটি ছাদের উপরে বিভিন্ন জায়গায় লুকিয়ে বেড়াচ্ছিল। সাপটি উদ্ধার না হওয়ায় বাড়ির লোকজন ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। আজ সকালে আবারও বন বিভাগকে সাথে নিয়ে অক্ষত অবস্থায় ‘কালনাগিনী’ সাপটি উদ্ধার করা হয়েছে। এটি বর্তমানে বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে আছে। শনিবার (২৭ মে) লাউয়াছড়ায় এটিকে অবমুক্ত করা হবে।

সজল দেব আরও জানান, সাপ দেখে মানুষ এখন আর হত্যা করে না। বিশেষ করে শিশুরা বেশি সচেতন। যে কোন বন্যপ্রাণী দেখে তারা অভিভাবককে আমাদের জানাতে বলে। এক্ষেত্রে শিশুদের সচেতনতা বাড়াতে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করে 'বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন'।

আইনিউজ/এসকেএস

 

আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন দারুণ সব ভিডিও

আলী আমজাদে রিইউনিয়ন

 

ঝড়ে মারা যায় পাখির ছানা, গাছে বাসা দিলেন পুলিশ অফিসার

বন্যার স্রোতে তলিয়ে গেল ব্রিজটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়