Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৭, ২৫ মার্চ ২০২১

সাইবেরিয়ার জঙ্গলে সামরিক ট্রাকে পুতিন!

সাইবেরিয়ার ঘন জঙ্গল। ইঞ্জিনের গম্ভীর শব্দ তুলে চলছে এক সামরিক ট্রাক। ড্রাইভারের আসনে হাসিমুখে বসা পুতিন!

পাহাড় আর বরফে ঢাকা জঙ্গলে প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শয়গুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কাঠের সেতু হেঁটে পার হচ্ছেন। এক ভিডিওতে পুতিনের এসব কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে।

সম্প্রতি এই ভিডিও প্রকাশ করেছে রাশিয়া। যদিও পুতিনের এই সফর হয়েছিল গত বছরের আগস্টে।

ব্যক্তিগত জীবনে প্রেসিডেন্ট পুতিন অত্যন্ত অ্যাডভেঞ্চার প্রিয়।২০০৯ সাল থেকেই প্রতি বছর সাইবেরিয়ায় ছুটি কাটাতে যান পুতিন। সঙ্গে মন্ত্রীপরিষদের কেউ না কেউ থাকেন।

ভিডিওতে দেখা গেছে, সাইবেরিয়ার পাহাড়ি হ্রদে দাপিয়ে বেড়ানোর পাশাপাশি খালি গায়ে মাছও ধরছেন পুতিন। তারা দুজনে দূরবীনের সাহায্যে দূরের পাহাড় দেখছেন।

ঘুরাঘুরি শেষে প্রতিরক্ষামন্ত্রী শয়গু পুতিনকে নিজের সংগ্রহশালায় নিয়ে যান। সংগ্রহশালার কাঠ ও পাথরের বিভিন্ন নিদর্শন ঘুরে ঘুরে দেখেন বিশ্বের এই প্রভাবশালী নেতা।

আইনিউজ/এসডি

Green Tea
সোশ্যাল মিডিয়া বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়