Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৫৭, ১৩ জুন ২০২১
আপডেট: ০০:০৮, ১৪ জুন ২০২১

‘ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাক হয়েছিল এরিকসেনের’

ইউরো কাপের দ্বিতীয় দিনের ম্যাচে মাঠের মধ্যেই হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। এতে মাঠ-গ্যালারি থেকে পুরো ফুটবল বিশ্বে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

 মাঠে তাৎক্ষণিক চিকিৎসার চেষ্টা করা হয় তাকে। পরে হাসপাতালে নেওয়া হয় এরিকসেনকে এবং তিনি ভালো আছেন বলে জানানো হয়। এরিকসেনের কি হয়েছিল এবার তা জানানো হলো চিকিৎসকদের পক্ষ থেকে।

শনিবার ফিনল্যান্ড-ডেনমার্ক ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাক হয়েছিল এরিকসেনের। এমনটাই জানিয়েছেন ড্যানিশ টিম ডক্টর মর্টেন বোয়েসেন।

ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে মুখ থুবড়ে পড়ে যান এরিকসেন। বোয়েসেন বলেন, তারা এরিকসেনকে সুস্থ করার চেষ্টা করছিলেন এবং তার হার্ট অ্যাটাক হয়েছিল।

রবিবার সকালে ড্যানিশ অফিশিয়ালদের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়, এরিকসেনের অবস্থা স্থিতিশীল। আরো পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি আছেন এরিকসেন। তার সঙ্গে কথাও হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে। এরিকসেন তার সতীর্থদের শুভেচ্ছা জানিয়েছেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়