Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:৩১, ২৭ ডিসেম্বর ২০২০

তিন ফরম্যাটেই অধিনায়ক ভারতীয়, তালিকায় নেই পাকিস্তানিরা

বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি

বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি

গত ১০ বছরে তিন ফরম্যাটের খেলায় মাঠ দাপিয়ে বেড়ানো খেলোয়াড়দের নিয়ে একাদশ গঠন করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

ঘোষিত তিন ফরম্যাটের অধিনায়কের স্থান দখল করে আছে ভারতীয় ক্রিকেটাররা। তবে তিন ফরম্যাটের কোনোটিতেই সুযোগ পাননি কোনো পাকিস্তানি ক্রিকেটার।

ঘোষিত দলে ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক মনোনীত করা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। আর টেস্টের অধিনায়ক বিরাট কোহলি। অর্থাৎ তিন ফরম্যাটেই অধিনায়ক ভারতীয়।

ওয়ানডে একাদশে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে টেস্ট ও টি-টোয়েন্টি একাদশে বাংলাদেশের কারো জায়গা হয়নি।

১ জানুয়ারি ২০১১ থেকে ৭ অক্টোবর ২০২০ সালের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে গঠন করা হয়েছে এই দলগুলো। আইসিসির ভোটিং একাডেমির সাংবাদিক ও সম্প্রচারকদের ভোটে নির্বাচিত করা হয়েছে এই দলগুলো।

আইসিসির দশক সেরা টেস্ট দল

অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, কুমার সাঙ্গাকারা, বেন স্টোকস, রাবিচন্দ্রন অশ্বিন, ডেল স্টেইন, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।

আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশ

রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির, লাসিথ মালিঙ্গা।

আইসিসির দশক সেরা টি-টোয়েন্টি দল

রোহিত শর্মা, ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), কাইরন পোলার্ড, রশিদ খান, জসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়