Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৪০, ২৯ ডিসেম্বর ২০২০

কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে এবার তৈরি হলো ‘কেকের ম্যারাডোনা’

‘কেকের ম্যারাডোনা’ (বামে)

‘কেকের ম্যারাডোনা’ (বামে)

ডিয়াগো ম্যারাডোনা। আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার তিনি। সবার কাছে তিনি ফুটবলের ঈশ্বর। কিন্তু হঠাৎ একদিন সবাইকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে ম্যারাডোনা। তার বিদায়ে কেঁদেছে অগণিত ভক্ত। এখনো তাকে স্মরণ করে সবাই। 

ম্যারাডোনাকে ভালোবেসে এবার ব্যতিক্রমী এক ঘটনা ঘটল ভারতে। এবার প্রয়াত কিংবদন্তিকে শ্রদ্ধার্ঘ জানিয়েছে ভারতের তামিলনাডুর একটি বেকারি। 

এনডিটিভি জানিয়েছে, রামনাথপুরমের ওই বেকারির কর্মীরা ম্যারাডোনার ৬ ফুট উচ্চতার একটি ভাস্কর্য তৈরি করেছে। তবে সেটা ইট-পাথরের নয়, খাদ্যসামগ্রী দিয়ে। ম্যারাডোনার ভাস্কর্যটি আসলে একটি কেক। যা তৈরি করতে লেগেছে ৬০ কেজি চিনি আর ২৭০টি ডিম!

রামনাথপুরমের বেকারির বাইরে রাখা রয়েছে সেই ‘কেকের ম্যারাডোনা’। কিংবদন্তিকে কেকের মাধ্যমে এই শ্রদ্ধার্ঘ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। এটি তৈরি করতে সময় লেগেছে ৪ দিন।

সতীশরঙ্গনাথন নামের ওই বেকারির এক কর্মী জানিয়েছেন, ফুটবল কিংবদন্তি ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা জানাতেই তারা এমন একটি কাজ করেছেন। ফুটবল যতদিন থাকবে ততদিন থেকে যাবেন ম্যারাডোনা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়