Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৪৩, ৩০ ডিসেম্বর ২০২০

গাড়ি দুর্ঘটনার কবলে আজহারউদ্দিন

সংগৃহীত

সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন। বুধবার রাজস্থানের সুরওয়ালে তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

আজহারউদ্দিনের শরীরে কোনো আঘাত লাগেনি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী। খবর- এএনআই।

জানা গেছে, সোয়াই মাধোপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন আজহার। তখনই গাড়ির টায়ার ফেটে বিপত্তি দেখা দেয়। উল্টে যায় গাড়িটি। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি দেখেই বোঝা যায় দুর্ঘটনা কতটা গুরুতর ছিল।

আজহারউদ্দিন বড় কোনো আঘাত না পেলেও তার সঙ্গে থাকা ব্যক্তির অল্প চোট লেগেছে।

সুরওয়াল থানার পুলিশ কর্মকর্তা চন্দ্রাভন সিং জানিয়েছেন, দুমড়ে যাওয়া গাড়ি থেকে সবাইকে নিরাপদে উদ্ধার করা গেছে। পরে অন্য গাড়িতে করে আজহারকে অনুষ্ঠানে পাঠানোর ব্যবস্থা করা হয়।

সিরাজ আলি নামে এক স্থানীয় ব্যক্তি দুর্ঘটনায় তিনি আহত হন। যিনি হোটেলে কাজ করেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়