Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:০০, ২ জানুয়ারি ২০২১

উইজডেনের টেস্ট একাদশে বাংলাদেশের মুশফিক

মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম

সম্প্রতি কৈশোরে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা ক্রিকেটারদের নিয়ে একটি একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন। সেখানে জায়গা করে নিয়েছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।

বিষয়টি নিশ্চিত করে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি পোস্ট করেছেন মুশফিক। সেখানে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। যেখানে অনেক কিংবদন্তি রয়েছেন এমন একটি দলের অংশ হতে পারার অনুভূতি অসাধারণ! উইজডেনের কৈশোরে ক্যারিয়ার শুরু করা ক্রিকেটারদের সেরা একাদশে থাকতে পেরে আমি সত্যি সম্মানিত বোধ করছি!

 

উইজডেন প্রকাশিত একাদশ

উইজডেনের এই একাদশের ওপেনার হিসেবে আছেন নেইল হার্ভে ও শচীন টেন্ডুলকার। তিনে ডেনিস কম্পটন ও চারে ব্যাট করবেন মার্টিন ক্রো। ব্যাটিং অর্ডার হিসেবে পাঁচ ও ছয়ে আছেন যথাক্রমে গ্রায়েম পোলক ও স্যার গ্যারি সোবার্স।

উইজডেনের এই একাদশের উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম। ব্যাটিং অর্ডার হিসেবে তাকে রাখা হয়েছে সাতে। অধিনায়ক হিসেবে এরপরই আছেন ইমরান খান। একাদশের বাকি তিনজন হলেন যথাক্রমে অনিল কুম্বলে, ওয়াসিম আকরাম ও প্যাট কামিন্স। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়