Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৭, ৩ জানুয়ারি ২০২১

সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, দেশে ফিরলেন সাকিব

শ্বশুরের অসুস্থতার খবর শুনে অনেকটা আচমকাই যুক্তরাষ্ট্রে উড়ে গিয়েছিলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য আজ স্ত্রী শিশিরকে নিয়ে ঢাকায় ফিরেছেন সাকিব।

যুক্তরাষ্ট্রে শ্বশুরের অসুস্থতার খবর পেয়ে গেলেও শেষবার শ্বশুরকে দেখতে পারেন নি সাকিব। বিমানে থাকাকালীন সময়ে শ্বশুরের মৃত্যুর খবর পান সাকিব। 

পরে পরিবারের সঙ্গে প্রায় তিন সপ্তাহ কাটিয়ে আজ সকালে ঢাকায় ফিরলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। যুক্তরাষ্ট্রে থাকাকালে সাকিব-শিশির দম্পতির তৃতীয় সন্তান নতুন বছরে আসছে এই খবরও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সাকিব নিজেই।

ইতোমধ্যেই সাকিব দুই কন্যা সন্তানের জনক। ২০১২ সালের বিয়ের বন্ধনে আবদ্ধ হন সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। ২০১৫ সালে তাদের ঘর আলোকিত করে প্রথম কন্যা আলাইনা হাসান অব্রি। এরপর ২০২০ সালে দ্বিতীয়বারের মতো বাবা হন তিনি। ২০২০ সালের ২৪ এপ্রিল জন্মগ্রহণ করেন দ্বিতীয় কন্যা ইরাম হাসান। সাকিব তৃতীয়বার বাবা হতে যাচ্ছেন এমন খবরও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে!

এদিকে আগামী ১০ জানুয়ারি ঢাকায় পা রাখবে ক্যারিবীয়রা। দুই টেস্ট ও তিন ওয়ানডে ম্যাচ সিরিজ খেলবে তারা। বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনও শুরু হবে সেদিন। 

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়