Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৩৬, ৩ জানুয়ারি ২০২১
আপডেট: ১৩:২২, ৩ জানুয়ারি ২০২১

কেমন আছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি?

সৌরভ গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলি

শনিবার (২ জানুয়ারি) হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি। তার হার্টে ৩টি ব্লক ধরা পড়েছে। তবে এখন অনেকটাই সুস্থ আছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাতে ভাল ঘুমিয়েছেন সৌরভ। এখন গায়ে জ্বর নেই। রক্তচাপ এবং নাড়ির গতিও স্বাভাবিক। রাতে করা করোনা পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। যা উদ্বেগ-শঙ্কা কমিয়েছে অনেকটাই।

আজ সকাল পর্যন্ত শ্বাসকষ্টে ভুগছেন না বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাই তার অক্সিজেন সাপোর্ট খুলে নেয়া হয়েছে এবং হালকা খাবার দেওয়া হয়েছে। সকালের ইসিজি রিপোর্টও স্বাভাবিক এসেছে। তবু আগামী দুই দিন চিকিৎসকদের পর্যবেক্ষণেই রাখা হবে তাঁকে।

এদিকে সৌরভ গাঙ্গুলির চিকিৎসায় পাঁচজন ডাক্তারকে নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সরোজ মণ্ডল, আফতাব খান, ভবতোষ বিশ্বাস, এস বি রয়, শৌতিক পাণ্ডার মতো ডাক্তাররা রয়েছেন সেই দলে।

উল্লেখ্য, শনিবার সকালে ব্যক্তিগত জিমনিসিয়ামে ব্যায়াম করার সময় হঠাৎ মাথা ঘুরানো শুরু হয় সৌরভের। অবস্থা খারাপ দেখে তাকে নিকটস্থ হাসপাতালে নেয়া হয় এবং দ্রুত ভর্তির কথা বলেন চিকিৎসকরা। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়