Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:৩৬, ৩ জানুয়ারি ২০২১

জিম্বাবুয়েতে সব ধরনের ক্রিকেট স্থগিত

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে জিম্বাবুয়েতে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম স্থগিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এরই মধ্যে দেশটিতে নতুন করে লকডাউন জারি করা হয়েছে।

জিম্বাবুয়েতে এক সপ্তাহে রেকর্ড ১৩৪২ জন আক্রান্ত ও ২৯ জনের মৃত্যু ঘটেছে। এর প্রেক্ষিতেই দেশজুড়ে কারফিউ জারি হয়েছে। সরকার বন্ধ থাকা স্কুলগুলো খুলে দেওয়ার পথ থেকেও সরে এসেছে।

এই সিদ্ধান্ত জিম্বাবুয়ে ক্রিকেটের ওপর ব্যাপক প্রভাব ফেলবে। ৪ জানুয়ারি দেশটিতে ছেলেদের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর কথা ছিল। খেলোয়াড়রা ছিলেন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। তবে জিম্বাবুয়ে ক্রিকেট বিবৃতিতে আসরটি স্থগিতের কথা জানিয়েছে।

জানুয়ারির শেষে আফগানিস্তানের বিপক্ষে ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা জিম্বাবুয়ের। শুরুতে ভারতে হওয়ার কথা থাকলেও পরে সিদ্ধান্ত হয় সংযুক্ত আরব আমিরাতে হওয়ার। তবে এখন সিরিজটিও প্রশ্নের মুখে পড়ে গেল।

এ বছর পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তনের বিপক্ষেও সিরিজ খেলা কথা রয়েছে দেশটির।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়