স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৩:১৭, ৪ জানুয়ারি ২০২১
নিষিদ্ধ খাবার খেয়ে সমালোচনায় রোহিতরা
সংগৃহীত
অস্ট্রেলিয়া সফরে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইন সম্পন্ন করে তৃতীয় টেস্ট নিয়েই হয়তো ভাবছিলেন রোহিত শর্মা। দলের সহ অধিনায়কও করা হয়েছে তাকে। তবে এর আগে রেস্তোরাঁয় খেতে গিয়ে তিনি সহ ৫ ক্রিকেটার বাঁধিয়েছেন বিপত্তি। নিষিদ্ধ খাবার খাওয়ার পর সেটি প্রকাশ্যে আসায় ভারতজুড়ে সমালোচনার মুখে পড়েছেন তারা, বেঁধেছে হট্টগোল।
অস্ট্রেলিয়ায় নিউ ইয়ার উদযাপন করতে একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন রোহিত সহ ভারতের ৫ ক্রিকেটার। নভলদীপ সিং নামের এক ভারতীয় ব্যক্তি সেই মুহূর্তের ভিডিও করে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তখনই বাঁধে বিপত্তি। সেই ভিডিও দেখে রোহিতদের আইসোলেশনে যেতে বাধ্য করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।
আইসোলেশন পর্যন্ত গেলে তাও হতো। কিন্তু টুইটারে নভলদীপ রোহিতদের খাবারের বিলের ছবিও পোস্ট করেন। সেই ছবি দেখেই চটে গেছেন ভারতীয়রা। কারণ ক্রিকেটারদের খাওয়া মেন্যুগুলোর মাঝে ছিল গোমাংস! যা সনাতন ধর্মালম্বীদের জন্য রীতিমতো নিষিদ্ধ। রোহিতদের এমন কান্ডে বেজায় ক্ষেপেছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার শিকার হচ্ছেন তারা।
এদিকে ছবি ও ভিডিও ফাঁস করা নভলদীপ সিংয়ের অবস্থা এখন করুণ। 'বিখ্যাত' হতে গিয়ে এখন তার জীবন উল্টো বিষিয়ে উঠেছে। রোহিতদের এই অবস্থার জন্য সবাই এখন তাকেই দায়ী করছেন। এমনকি খুনের হুমকিও পাচ্ছেন নভলদীপ। এমতাবস্থায় তিনি টুইটারে লিখেছেন, কী করব আমি? মরে যাব? সবাই আমাকে গালি দিচ্ছে। আমি দুঃখিত যে দেশের মানুষের কাছে এখন খারাপ হয়ে গেছি। সবার কাছে ক্ষমা চাই।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























