Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:০৯, ৪ জানুয়ারি ২০২১

এবার পেলের রেকর্ড ভাঙলেন রোনালদো

পেলে-রোনালদো

পেলে-রোনালদো

এক মাস আগে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে পেছনে ফেলে নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন লিওনেল মেসি। এবার সবধরণের প্রতিযোগিতামূলক ম্যাচ মিলিয়ে পেলের সর্বোচ্চ গোলের রেকর্ডটি ভেঙেছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

ক্লাব এবং আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে মোট ৭৫৭ গোল করেছেন পেলে। সান্তোস, নিউইয়র্ক কসমস এবং ব্রাজিলের হয়ে ৭৫৭ গোল করেছিলেন তিনি। রোববার রাতে উদিনেসের বিপক্ষে জোড়া গোল করে পেলেকে টপকে যান রোনালদো। দ্বিতীয় গোল করার মাধ্যমে পেলেকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েন সিআর সেভেন। এই ফরোয়ার্ডের নামের পাশে এখন শোভা পাচ্ছে ৭৫৮টি গোল (ক্লাবের ৬৫৬ এবং জাতীয় দলের হয়ে ১০২টি)।

ক্যারিয়ার শুরু করার পর ক্লাব এবং দেশের হয়ে প্রতি মৌসুমে গড়ে ৪২টি করে গোল করেছেন রোনালদো। বর্তমানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসির মোট অফিসিয়াল গোল ৭৪২টি। অবশ্য রোনালদোর চেয়ে প্রায় ২০০টি ম্যাচ কম খেলেছেন তিনি।

তবে পেলে, রোনালদো বা মেসি সবাই এখনো একজনের পেছনে। তিনি হচ্ছেন চেক রিপাবলিকের কিংবদন্তি ফুটবলার জোসেফ বাইকান। ক্যারিয়ারে মোট ৮০৫টি অফিসিয়াল গোল করেছেন তিনি। ১৯৩১ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত ক্লাব এবং আন্তর্জাতিক মিলিয়ে মোট ৫৩০টি ম্যাচ খেলে এই রেকর্ড গড়েন চেক ফরোয়ার্ড। অবশ্য ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল বলছে বাইকানের গোল সংখ্যা ৭৫৯টি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়