Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৭, ৪ জানুয়ারি ২০২১
আপডেট: ১৩:৩৭, ৫ জানুয়ারি ২০২১

সৌরভের চিকিৎসায় ৯ সদস্যের মেডিকেল বোর্ড

সৌরভ গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলি

হৃদরোগে আক্রান্ত হয়ে গত শনিবার থেকে হাসপাতালে আছেন সৌরভ গাঙ্গুলি। চিকিৎসকরা বলছেন ভালো আছেন তিনি। তবে এখন তিনি আছেন পর্যবেক্ষণে।

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির পুরোপুরি অবস্থা পর্যালোচনা এবং পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে ৯ বিশেষজ্ঞ ডাক্তারকে নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে এই বোর্ডই সব বিষয়ে তদারকি করছে।

এদিকে জানা গেছে, সৌরভ গাঙ্গুলির শারীরিক পরিস্থিতির খোঁজ নিতে আজই কলকাতায় আসার কথা কেন্দ্রীয় মন্ত্রী ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি অনুরাগ ঠাকুরের। সৌরভকে দেখতে হাসপাতালে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র এবং বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ।

হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার আলিপুরে বেসরকারি হাসপাতাল উডল্যান্ডে চিকিৎসাধীন সৌরভ গাঙ্গুলির শারীরিক পরিস্থতির খোঁজ-খবর নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তার স্ত্রী ডোনা গাঙ্গুলির সঙ্গেও কথা বলেছেন মোদি।

আপাতত ভালোই আছেন সৌরভ। নিয়মিত খাবার খাচ্ছেন, ঘুমও ভালো হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত সৌরভের বাইপাস সার্জারির দিকে না যাওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়