Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩, ৬ জানুয়ারি ২০২১

আজ বাড়ি ফিরবেন না সৌরভ

সৌরভ গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলি

ভারতের সাবেক অধিনায়ক এবং বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি সুস্থ হয়েছেন। কথা ছিল আজ (বুধবার) হাসপাতাল ছাড়বেন তিনি। কিন্তু নিজ থেকেই হাসপাতালে একদিন বেশি থাকার সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ। ফলে আজ নয়, বৃহস্পতিবার বাড়ি ফিরবেন তিনি। 

বুধবার সকালে ভারতীয় সময় ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা)সৌরভের বাড়ি ফেরার কথা ছিল।   সে মোতাবেক সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছিল হাসপাতাল কর্তৃপক্ষ, লিখে ফেলেছিল ছাড়পত্রও।

 এমনকি হাসপাতাল থেকে বেহালার বাড়িতে যাওয়ার জন্য পুলিশি পাহাড়ার বন্দোবস্তও করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও হাসপাতাল থেকে বের হননি সৌরভ। বাইরে তখন অধীর আগ্রহে অপেক্ষা সংবাদকর্মী ও তার ভক্তরা।

খোঁজ নিয়ে জানা গেছে, সৌরভ নিজেই চাইছেন আরও একদিন হাসপাতালে থাকতে। অর্থাৎ আজ (বুধবার) নয় বরং বৃহস্পতিবার বাড়ি ফিরবেন তিনি। উডল্যান্ডস হাসপাতালের প্রধান নির্বাহী রুপালি বসু নিশ্চিত করেছেন এ খবর। তবে কোনো কারণ জানাননি তিনি। বলেছেন, এটি সৌরভের ব্যক্তিগত সিদ্ধান্ত।

হাসপাতাল সূত্রের খবর, বুধবার সকালে হালকা নাশতা করেছেন সৌরভ। কিছু রুটিন চেকআপের পর তার বাড়ি ফেরার যাবতীয় প্রস্তুতি একেবারে শেষ পর্যায়েই ছিল। ধারণা করা হয়েছিল, হাসপাতাল থেকে বের হয়ে বাড়ি ফেরার গাড়িতে ওঠার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন সৌরভ।

এ খবর পেয়ে সংবাদকর্মী ছাড়াও হাসপাতালের বাইরে ভিড় করেছিলেন সৌরভের ভক্তরা। তদের বেশিরভাগই বয়সে তরুণ। প্রিয় ‘দাদা’কে সুস্থ অবস্থায় স্বাগত জানাতে ‘দাদা ইজ ব্যাক (দাদা ফিরেছেন)’ লেখা প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছিলেন তারা। একই অবস্থা ছিল তার বাড়ির সামনেও। কিন্তু আজ সৌরভের দেখা মেলেনি।

উল্লেখ্য, গত শনিবার সকালে ব্যক্তিগত জিমনিসিয়ামে ব্যায়াম করার সময় হঠাৎ মাথা ঘুরানো শুরু হয় সৌরভের। অবস্থা খারাপ দেখে তাকে নিকটস্থ হাসপাতালে নেয়া হয় এবং দ্রুত ভর্তির কথা বলেন চিকিৎসকরা। সেখানে যাবার পর সৌরভের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। সেখানেই এখন চিকিৎসাধীন আছেন বিসিসিআই সভাপতি। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়