Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:০৩, ৬ জানুয়ারি ২০২১

টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে নিউজিল্যান্ড, পেছাল বাংলাদেশ

ফাইল ছবি

ফাইল ছবি

প্রথমবারের মতো টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে এলো নিউজিল্যান্ড। সম্প্রতি নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজ শেষ হতে টেস্ট র‌্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

আইসিসি র‍্যাংকিং পদ্ধতি শুরু হওয়ার পর এবারই প্রথম শীর্ষে উঠল নিউজিল্যান্ড। অন্যদিকে বাংলাদেশকে পেছনে ফেলে নবম স্থানে উঠে এসেছে আফগানিস্তান।

সবশেষ র‍্যাংকিং অনুযায়ী ২৭ ম্যাচে ৩১৯৮ পয়েন্ট ও ১১৮ রেটিং নিয়ে এক নম্বরে উঠেছে নিউজিল্যান্ড। তারা দুইয়ে নামিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়াকে। কিউইদের প্রতিবেশী দেশটির নামের পাশে রয়েছে ২৬ ম্যাচে ৩০২৮ পয়েন্ট ও ১১৬ রেটিং।

এছাড়া ১০০'র বেশি রেটিং রয়েছে আর মাত্র দুইটি দেশের। যথাক্রমে ১১৪ ও ১০৬ রেটিং নিয়ে তৃতীয়, চতুর্থ অবস্থানে রয়েছে ভারত ও ইংল্যান্ড। চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে নিজেদের রেটিং বাড়ানোর সুযোগ রয়েছে ভারতের সামনে।

রেটিংয়ের হিসেবে বাংলাদেশকে দশ নম্বরে নামিয়ে নয়ে উঠে গেছে আফগানিস্তান। তাদের নামে পাশে রয়েছে ৫৭ রেটিং। যেখানে বাংলাদেশের রয়েছে সবার চেয়ে কম, মাত্র ৫৫ রেটিং পয়েন্ট।

১. নিউজিল্যান্ড - ১১৮ রেটিং
২. অস্ট্রেলিয়া - ১১৬ রেটিং
৩. ভারত - ১১৪ রেটিং
৪. ইংল্যান্ড - ১০৬ রেটিং
৫.  দক্ষিণ আফ্রিকা - ৯৬ রেটিং
৬.  শ্রীলঙ্কা - ৮৬ রেটিং
৭. পাকিস্তান - ৮২ রেটিং
৮. ওয়েস্ট ইন্ডিজ - ৭৭ রেটিং
৯. আফগানিস্তান - ৫৭ রেটিং
১০. বাংলাদেশ - ৫৫ রেটিং

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়