Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৪৬, ৮ জানুয়ারি ২০২১

ব্রিসবেনে লকডাউন, অনিশ্চয়তায় ভারত-অস্ট্রেলিয়া ৪র্থ টেস্ট

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার বিধিনিষেধের কারণে অনিশ্চয়তার মধ্যে রয়েছে ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট।কুইন্সল্যান্ড সরকারের কড়া বার্তা, ব্রিসবেনে আসলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। এদিকে ভারতীয় দল বলছে, কোনভাবেই আর কোন কোয়ারেন্টাইনে থাকবে না। প্রয়োজনে চতুর্থ টেস্ট খেলবে না। দু’পক্ষের এমন পাল্টা-পাল্টি  অবস্থানে ব্রিসবেন টেস্ট নিয়ে জটিলতা আরো বাড়লো।

এদিকে আজ থেকে নতুন করে আরো তিন দিনের লকডাউন জারি করলো কুইন্সল্যান্ড সরকার। ফলে ব্রিসবেনে চতুর্থ টেস্ট আয়োজন নিয়ে জটিলতা বহুগুনে বেড়ে গেল। ফলে চিন্তায় পড়ে গেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

সে দেশের সংবাদমাধ্যমগুলো একটি সূত্রের বরাত দিয়ে বলছে, তিনদিনের লকডাউনে চিন্তায় পড়ে গেছে সিএ। তিন দিনের লকডাউনের পরিস্থিতিতে কড়া নজর রাখছে সিএ’র কর্মকর্তারা। এরই মধ্যে কঠোর জৈব-সুরক্ষা বলয়ে আপত্তি জানিয়ে আমাদের চিঠি দেয়া হয়েছে।

সে দেশের সংবাদমাধ্যম আরো বলছে, একটি হোটেলের একজন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তার দেহে করোনাভাইরাসের নতুন লক্ষন পাওয়া গেছে।

এদিকে, গতকাল সিএ’কে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ব্রিসবেনের কড়া স্বাস্থ্যবিধি প্রটোকলের নিয়ম শিথিল করার অনুরোধ করেছে বিসিসিআই। কিন্তু তিন দিনের লকডাউনে পরিস্থিতি অন্য দিকে মোড় নেবে তাতে সন্দেহ নেই।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়