Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:১৪, ৯ জানুয়ারি ২০২১

বোলিং করার অনুমতি পেলেন আকিলা

শ্রীলংকান স্পিনার আকিলা ধনঞ্জয়া

শ্রীলংকান স্পিনার আকিলা ধনঞ্জয়া

আবারও বোলিং করার অনুমতি পেলেন শ্রীলংকান স্পিনার আকিলা ধনঞ্জয়া। বোলিংয়ে কিছু পরিবর্তন আনায় এক বছর পর তার বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করে বিবৃতি দিয়েছে আইসিসি।

২০১৯ সালের আগস্টে শ্রীলংকা ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজে ধনঞ্জয়ার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। এরপর ভারতের চেন্নাইয়ে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় তার বোলিংয়ের ত্রুটি পাওয়া গেলে এক বছরের জন্য তার বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 

২০১৮ সালের ডিসেম্বরেও একবার নিষিদ্ধ হয়েছিলেন ধনঞ্জয়া। সেবার ইংল্যান্ডের বিপক্ষে তার বোলিং নিয়ে প্রশ্ন উঠেছিল।  তখন

বায়োম্যাকানিক্যাল পরীক্ষায় পাস করতে না পেরে সাময়িকভাবে নিষিদ্ধ হন তিনি।  তবে ২০১৯ সালের জানুয়ারিতে বোলিং অ্যাকশন শুধরে ফিরে আসেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়