Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৫, ১০ জানুয়ারি ২০২১

সিডনিতে বর্ণবৈষম্যের শিকার মুসলিম ক্রিকেটার সিরাজ

সিডনিতে চলছে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যকার টেস্ট ম্যাচ। এই টেস্টে বেশ কয়েকবার বর্ণবৈষম্যের শিকার হয়ছেন ভারতীয় মুসলিম ক্রিকেটার সিরাজ। শুধু সিরাজই নয় একই বৈষম্যের শিকার হয়েছেন পেসার বোমরাও। খবর আনন্দবাজার পত্রিকা

সিডনি টেস্টের চতুর্থ দিনেও বর্ণবৈষম্যের অভিযোগ উঠেছে। এদিনও দর্শক সারি থেকে ভারতীয় পেসার মহম্মদ সিরাজের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয় বলে আম্পায়ারদের জানায় ভারতীয় দল। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। কিছু দর্শককে মাঠ থেকে বার করে দেয় কতৃপক্ষ।

চা বিরতিতে যাওয়ার কিছু আগে সিরাজের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করলে তিনি অধিনায়ক অজিঙ্ক রাহানেকে জানান। আম্পায়ারদের সঙ্গে কথা বলেন ভারত অধিনায়ক। মাঠের ২ আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় ম্যাচ রেফারিদের সঙ্গে। রাহানে, সিরাজদের কাছে জানতে চাওয়া হয় কোন জায়গা থেকে এমন মন্তব্য করা হচ্ছে। তাঁরা সেই দিকের দর্শকদের দেখিয়ে দিলে পুলিশের সাহায্যে মাঠ থেকে বার করে দেওয়া হয় সেই জায়গায় বসে থাকা দর্শকদের।

তৃতীয় দিনের খেলার সময়ও একই অভিযোগ উঠেছিল। ওইদিনও সিরাজ এবং যশপ্রীত বুমরার বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয় বলে লিখিত ভাবে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকে অভিযোগ জানায় ভারতীয় বোর্ড। চতুর্থ দিন ফের একই ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন দায়িত্বে থাকা অ্যাম্পায়াররা।

আইনিউজ/এইচএ

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়