Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪২, ১০ জানুয়ারি ২০২১

ঢাকা পৌঁছেই কোয়ারেন্টাইনে যাচ্ছে ক্যারিবিয়ানরা

বাংলাদেশের সঙ্গে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ঢাকায় পা রেখেছে ক্যারিবিয়ানরা। রোববার (১০ জানুয়ারি) সকালে সাড়ে ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল।  তবে ঢাকা পৌঁছলেও আপাতত একটি হোটেলে তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে ক্যারিবিয়ানদের।

মহামারী করোনাভাইরাসের খেলোয়াড়দের করোনার ঝুঁকি কমাতে অন্তত তিন দিন কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে আপাতত হোটেল রুমেই তিন দিন অবস্থান করতে হবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে।

কোয়ারেন্টাইন শেষে আগামী ২০ জানুয়ারি ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দেশের ক্রিকেটীয় লড়াই। এর মধ্য দিয়ে করোনায় স্থবির থাকা বাংলাদেশ আবারও আন্তর্জাতিক ক্রিকেটে নামবে।

তার আগে ১৮ জানুয়ারি খেলবে একমাত্র প্রস্তুতি ম্যাচ। শেষ দুটি ওয়ানডে ২২ ও ২৫ জানুয়ারি। প্রথম দুই ম্যাচ মিরপুরে হলেও শেষটি হবে চট্টগ্রামে। 

তবে এ দলের সাথে নেই ওয়েস্ট ইন্ডিজের অনেক নিয়মিত ক্রিকেটা।  করোনার শঙ্কা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে আসছেন না তারা। ফলে ক্যারিবিয়ানদের নেতৃত্ব দিবেন জেসন মোহাম্মদ। 

পরবর্তীতে ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর ১১ ফেব্রুয়ারি শেষ টেস্ট খেলতে ঢাকায় ফিরবে দুই দল।

এই সিরিজের মধ্যদিয়ে  আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে তামিম-মুশফিকরা। আসন্ন সিরিজ ঘিরে সর্বোচ্চ শারীরিক ও মানসিক প্রস্তুতি নিচ্ছে লাল-সবুজরা। এরই অংশ হিসেবে করোনা পরীক্ষা করা হয়েছে। তবে আশার কথা হলো এখন পর্যন্ত সবাই নেগেটিভ। 

অপরদিকে করোনাকালে গেল জুলাইয়ে ইংল্যান্ডে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। এরপর একই বছরের নভেম্বর-ডিসেম্বরে তারা নিউজিল্যান্ড সফর করেছে।

বাংলাদেশের ওয়ানডে প্রাথমিক দলে যারা আছেন-

তামিম ইকবাল,  তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, আল আমিন হোসেন, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম,মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, মোহাম্মদ মিঠুন, সাইফউদ্দিন, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান, ইয়াসির আলী, নাঈম শেখ ও রুবেল হোসেন।

টেস্ট দলে যারা আছেন-

মুমিনুল হক, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটরমন কুমার দাশ, মিথুন আলী, ইয়াসির আলী, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ চৌধুরী, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, নাঈম হাসান ও ইবাদত হোসেন চৌধুরী।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়