Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৭, ১১ জানুয়ারি ২০২১

জুভেন্টাসের জয়ের রাতে রোনালদোর রেকর্ড

রোববার (১০ জানুয়ারি) রাতে ইতালিয়ান সিরি’আ লিগে সস্যুয়ালোর বিপক্ষে জয় পেয়েছে জুভেন্টাস। ৩-১ ব্যবধানে এই জয় পাওয়ার রাতে নতুন রেকর্ডও করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই ম্যাচে একটি মাত্র গোল দিয়েই ক্লাব ও জাতীয় দল মিলে সর্বোচ্চ গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো।

এদিন রাতে জুভেন্টাসের হয়ে গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, অ্যারন রামসি ও দানিলো।

রোববার (১০ জানুয়ারি) রাতে নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ৩-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। এ নিয়ে লিগে প্রথমবার টানা তিন ম্যাচ জিতল। এই জয়ে এসি মিলানের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে সাদা-কালো শিবির।

এদিন গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে চ্যাম্পিয়নদের এগিয়ে নেন দানিলো। ডি-বক্সের অনেকটা বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

তবে জুভেন্টাসের এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৮তম মিনিটে সতীর্থের পাসে জোরালো শটে সফরকারীদের সমতায় ফেরান গ্রেগোয়া দুফেল।

এর পরই পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে জুভেন্টাস। পুরো দ্বিতীয়ার্থ ১০ জন নিয়ে খেলা সস্যুয়ালোকের বিরুদ্ধে গোল পেতে মরিয়া হয়ে গোল পাচ্ছিল না রোনালদোরা। তবে ৮২তম মিনিটে দলকে এগিয়ে নেন র‍্যামজি। বাঁ দি থেকে সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে জালে পাঠান ওয়েলসের এই মিডফিল্ডার।

যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন রোনালদো। নিজেদের অর্ধ থেকে দানিলোর উঁচু করে বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

১৬ ম্যাচে ৯ জয় ও ৬ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে চারে জুভেন্টাস। এক ম্যাচ বেশি খেলে ২৯ পয়েন্ট নিয়ে সাতে সস্যুয়ালো। 

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়