Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৫, ১৫ জানুয়ারি ২০২১

করোনা: ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন হেইডেন

হেইডেন ওয়ালশ

হেইডেন ওয়ালশ

করোনায় আক্রান্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের লেগ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়র। ফলে ছিটকে গেলেন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে। এক বিবৃতির মাধ্যমে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বিষয়টি নিশ্চিত করেছে।

গত রোববার বাংলাদেশে পৌঁছানো ক্যারিবিয়ান দলের প্রথম করোনাভাইরাস পরীক্ষায় সবার ফল আসে নেগেটিভ। বুধবার করা হয় দ্বিতীয় পরীক্ষা। এরপরই ওয়ালশের শরীরে নতুন রোগটি শনাক্ত হয়। নিশ্চিত হতে আরও একবার করানো পরীক্ষায়ও পজিটিভ আসে তার। 

বাংলাদেশে পৌঁছানোর পর থেকে কোয়ারেন্টাইনে আছেন ক্যারিবিয়ানরা। তাই দলের অন্যান্যদের সংস্পর্শে আসার সুযোগ ছিল না ওয়ালশের। পরীক্ষায় বাকিদের ফল নেগেটিভ এসেছে। কয়েকদিনের মধ্যে তৃতীয় দফার পরীক্ষা করা হবে সফরকারীদের।

সিরিজের প্রথম ম্যাচ ২০ জানুয়ারি বুধবার। বাকি দুই ম্যাচ হবে আগামী শুক্রবার ও ২৫ জানুয়ারি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়