Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৩১, ১৭ জানুয়ারি ২০২১

আইসিসির বিশেষ ক্যাপ পেলেন সাকিব

সংগৃহীত

সংগৃহীত

সম্প্রতি দশক সেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একাদশে থাকা প্রত্যেক ক্রিকেটারকে সম্মানের স্বীকৃতি হিসেবে একটি করে বিশেষ ক্যাপ উপহার পাঠিয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসির দশক সেরা একাদশে অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তাই সাকিবকেও বিশেষ ক্যাপ পাঠিয়েছে আইসিসি।

রোববার (১৭ জানুয়ারি) বিশেষ ক্যাপটি পাওয়ার পর একটি ছবি আপলোড করেছেন অলরাউন্ডার সাকিব। নীল রঙের ক্যাপটিতে লোগোর সঙ্গে লেখা রয়েছে আইসিসি ওডিআই টিম অব দ্য ডিকেড, ২০২০। ক্যাপশনে সাকিব লিখেছেন, অবশেষে ক্যাপটি পেলাম।

উল্লেখ্য, প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে আইসিসির দশক সেরা একাদশে জায়গা পেয়েছেন টাইগার অলরাউন্ডার।  ব্যাটিং অর্ডার হিসেবে তাকে পাঁচে রেখেছেন বিশ্লেষকরা।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়