Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৩৮, ১৯ জানুয়ারি ২০২১

আচরণবিধি ভঙ্গের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ মেসি

লিওনেল মেসি

লিওনেল মেসি

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে প্রতিপক্ষের খেলোয়াড়কে আঘাত করায় লাল কার্ড পেয়েছিলেন লিওয়েন মেসি। এবার আচরণবিধি ভঙ্গের দায়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তাকে।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে শিরোপা হারায় বার্সেলোনা। এ ম্যাচে একদম শেষ মুহূর্তে লাল কার্ড দেখেন মেসি। এর মাধ্যমে তিনি নতুন সমালোচনার জন্ম দিয়েছেন। 

এ ঘটনার পর রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন কম্পিটিশন কমিটি মেসির ভাগ্য নির্ধারণে একটি সভায় বসে। সেখানেই মেসির দুই ম্যাচের নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। 

এর আগে ১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে কখনোই লাল কার্ড দেখেননি মেসি। বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ৭৫৩টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। তবে গেল ম্যাচে মেজাজ নিয়ন্ত্রণ করতে পারেননি এ ফরোয়ার্ড। প্রতিপক্ষের খেলোয়াড়কে থাপ্পড় মেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়