Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৮, ২০ জানুয়ারি ২০২১

টাইগারদের ভাবনায় জয় ছাড়া কিছু নয়

প্রায় দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। বুধবার সাড়ে ১১টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। আর এই ম্যাচে জয় ছাড়া অন্যকিছু ভাবছেন না দলপতি তামিম ইকবাল। অপরদিকে ক্যারিবিয়রাও তরুণ ক্রিকেট দল নিয়ে বাংলাদেশে এসেছেন জেতার নেশায়।

মার্চ মাসে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেলেও এই প্রথম অধিনায়ক হিসেবে মাঠে নামছেন তামিম ইকবাল। আর নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। তাই আজকের ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহও বেশি।

বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, আমরা দুটি টুর্নামেন্ট খেলেছি, ওই রোলগুলোই ফলো করেছি। মনে হয় না কারও কোন সমস্যা হবে। যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন, মনে রাখতে হবে যে ‘এনি টিম ইজ গুড টিম’। কারণ অপজিশন টিম আসে সব সময় জেতার জন্য। বাড়তি চাপ শুধু বাংলাদেশের জন্য নয়, আমার মনে ওয়ার্ল্ডের সব টিমের জন্যই।

এদিকে, করোনার কারণে অভিজ্ঞদের বাদ দিয়ে একাধিক নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া দুইজন ছিটকেও গেছেন দল থেকে। এরপরও এমন দল নিয়ে আশায় বসতি বেঁধেছে অতিথিরা। 

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ বলেন, আমাদের দলটি তারুণ্য নির্ভর, অন্যদিকে বাংলাদেশ অনেক অভিজ্ঞ। তবে আমরা সিরিজকে সামনে রেখে প্রস্তুতি নিয়েছি, আশা করছি ম্যাচে সাফল্য পাবো।

উল্লেখ্য, ওয়ানডেতে দুই দলের ৩৮ মোকাবেলায় বাংলাদেশ দলের ১৫ জয়ের বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ২১টি ম্যাচে। দুইটি ম্যাচ পরিত্যাক্ত হয়েছে।

আইনিউজে আরও পড়ুন-

প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন তামিমরা

বাংলাদেশি আম্পায়াররাই পরিচালনা করবেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ক্রিকেটে বাংলাদেশের আলাদা ব্র্যান্ড তৈরির লক্ষ্য তামিমের

আইনিউজ/এইচএ

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়