Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদন

প্রকাশিত: ১২:১৭, ২০ জানুয়ারি ২০২১

মিরপুরের আকাশে বৃষ্টি, বন্ধ খেলা

ফাইল ছবি

ফাইল ছবি

মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে আপাতত বন্ধ আছে। 

এদিন ম্যাচের শুরুতেই ক্যারিবিয় ওপেনার সুনীল সুনীল অ্যাম্ব্রিজকে  প্যাভিলিয়নে পাঠিয়ে দারুণ সূচনা করেছেন পেসার মোস্তাফিজুর রহমান।

বুধবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মিরপুর স্টেডিয়ামে খেলা শুরু হয়। খেলায় টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিং এর আমন্ত্রণ জানান বাংলাদেশের দলপতি তামিম ইকবাল।

খেলার প্রথম ওভারেই সুনীল অ্যাম্ব্রিজের পায়ে লাগে মোস্তাফিজের করা বল। পরে বাংলাদেশি এলবিডব্লিউর আবেদন জানালে মোস্তাফিজের শিকারে পরিণত হন অ্যাম্ব্রিজ। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৫ রান। ক্যারিবিয়দের হয়ে মাঠে ব্যাট করছেন মার্চেন্ট এবং সিলভা।

উল্লেখ্য, গত মার্চ মাসে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেলেও এই প্রথম অধিনায়ক হিসেবে মাঠে নামছেন তামিম ইকবাল। আর নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়