Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৫২, ২০ জানুয়ারি ২০২১

বিসিবির সাবেক সাধারণ সম্পাদক রাইস উদ্দিন আর নেই

রাইসউদ্দিন আহমেদ

রাইসউদ্দিন আহমেদ

প্রবীণ ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক রাইসউদ্দিন আহমেদ আর নেই। বুধবার সকাল ১০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ছাড়েন তিনি।

রাইসউদ্দিন আহমেদ অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। গত ২৫ ডিসেম্বর করোনা পজেটিভ আসলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে করোনা পরীক্ষায় নেগেটিভও হয়েছিলেন তিনি। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানেই আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

৭০ থেকে ৮০’র দশকে তিনি দু’বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর সাবের হোসেন চৌধুরীর আমলে তিনি বিসিবির সিনিয়র সহ-সভাপতির দায়িত্বও পালন করেন। বিসিবির বাইরে তিনি বাংলাদেশ বিমানের ডাইরেক্টর এডমিন হিসেবে অবসরে যান।

বাংলাদেশ বিমানে চাকরির সুবাদে মাসে-দুই মাসে একবার রাইসউদ্দিনের লন্ডন যাওয়া হতো। সেখানে পেশাগত কাজের বাইরে নিয়মিত ঢুঁ মারতেন এমসিসি (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) অফিসে। এভাবেই ক্লাবটির কর্মকর্তাদের বাংলাদেশে আসতে রাজি করান।

রাইস উদ্দিন আহমেদ এর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়