Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ২০ জানুয়ারি ২০২১

বৃষ্টির পর বিপাকে ওয়েস্ট ইন্ডিজ

সংগৃহীত

সংগৃহীত

বৃষ্টির হানায় কিছুক্ষণ বন্ধ ছিল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার প্রথম ওয়ানডে। শুরুতে এক উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ বৃষ্টির পর আরও ব্যাকফুটে চলে গেছে।

মোস্তাফিজুর রহমানের দুই উইকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই তিন উইকেটি শিকার করেছেন সাকিব আল হাসান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভারে ৫ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ১০৮।   

মোস্তাফিজ এদিন শুরু থেকে ডানহাতি ব্যাটসম্যানের বিপক্ষে বল ভেতরে ঢোকাতে থাকেন। তেমন একটি হঠাৎ নিচু হওয়া ডেলিভারিতে সুনীল অ্যামব্রিসকে সাজঘরে ফেরান। ৫ বলে ৭ করতে পারেন এই ওপেনার। এরপর নামে বৃষ্টি।

বৃষ্টি থামলে মোস্তাফিজ দ্বিতীয় উইকেট নেন ষষ্ঠ ওভারে। আরেক ওপেনার যশুয়া ডি সিলভাকে (৯) লিটন দাসের ক্যাচ বানান। চোখ জুড়ানো ক্যাচ ধরে লিটন এই ব্যাটসম্যানকে সাজঘর দেখান।

পরে সাকিব আন্দ্রে ম্যাকার্থিকে বোল্ড করার পর অধিনায়ক জেসন মোহাম্মেদকে স্ট্যাম্পিং হতে বাধ্য করেন। প্রথম উইকেটটি ছিল নিজেদের মাটিতে ওয়ানডেতে সাকিবের ১৫০তম উইকেট।

বাংলাদেশ এদিন তিন পেসার নিয়ে নেমেছে। অভিষেক হয়েছে তরুণ বোলার হাসান মাহমুদের।

২১ বছর বয়সী হাসান মাহমুদ বাংলাদেশের ১৩৪তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে লাল-সবুজের জার্সি গায়ে পরলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়