Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:০৯, ২০ জানুয়ারি ২০২১
আপডেট: ১৫:১৭, ২০ জানুয়ারি ২০২১

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই সাকিবের চার উইকেট

সংগৃহীত

সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটের মাঠে সর্বশেষ উইকেট শিকার করেছিলেন ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর। তারপরেই আসে নিষেধাজ্ঞার ঘণ্টা। এক বছর মাঠের বাইরে। অবশেষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আর এসেই একে একে তুলে নিলেন চারটি উইকেট।

শুধু তাই নয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি।  আজ দেশের মাটিতে নিজের শততম ম্যাচ খেলতে নেমেছেন সাকিব। এ ম্যাচেই প্রথম বাংলাদেশি হিসেবে দেশের মাটিতে ১৫০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ম্যাকার্থিকে বোল্ড করে এই রেকর্ড গড়েন টাইগার অলরাউন্ডার।

ম্যাচে শেষ পর্যন্ত ৪ উইকেট শিকার করেছেন নিষেধাজ্ঞা থেকে ফিরে প্রথম ম্যাচ খেলতে নামা সাকিব। বর্তমানে পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনুসকে টপকে নির্দিষ্ট এক ভেন্যুতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।

এদিকে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১২২ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই রান করতে দলটি ৩২.২ ওভার খেলেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়