Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৮, ২০ জানুয়ারি ২০২১
আপডেট: ১৭:৪২, ২০ জানুয়ারি ২০২১

বোলারদের দাপটে বাংলাদেশের জয়

সংগৃহীত

সংগৃহীত

বোলারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় ছিনিয়ে আনল বাংলাদেশ। করোনার দীর্ঘ বন্ধের পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম জয় এটি।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারের আক্রমণে মাত্র ১২২ রানেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ। তারা খেলেছে ৩২.২ ওভার। জবাবে ১২৩ রানের লক্ষে খেলতে নামা বাংলাদেশ ৩৩.৪ ওভারে ৬ উইকেটে জয় ছিনিয়ে আনে। 

শুরুতেই দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস দলকে এনে দেন সাবধানী শুরু। তাতে সহজ জয়ে অনেকটাই এগিয়ে গেছে স্বাগতিকেরা। মুশফিকুর রহিম ১৯ এবং মাহমুদউল্লাহ  ৯ রানে শেষ করেন খেলা। 

এর আগে সাকিব আল হাসান, অভিষিক্ত পেসার হাসান মাহমুদ, অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান কিংবা স্পিনার মেহেদি হাসান মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনেই বালির বাঁধের মতো উড়ে গেছে ক্যারিবীয়দের সব প্রতিরোধ।

শুরুতেই ক্যারিবীয়দের ওপেনিং জুটি ভাঙেন দ্য ফিজ। সহ অধিনায়ক সুনিল অ্যামব্রিসকে এলবিডব্লিয়ের মাধ্যমে প্রথম শিকার বানান মুস্তাফিজুর রহমান। আউট হওয়া অ্যামব্রিস ৫ বলে করেন ৭ রান।

এদিকে বৃষ্টির কারণে ম্যাচ শুরুর মাত্র ১৮ মিনিট পরই বন্ধ হয়ে যায় মাঠের খেলা। বন্ধ হওয়ার আগে ৩.৩ ওভার ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ। এ সময় এক উইকেট হারিয়ে তারা করেছিল ১৫ রান। 

বৃষ্টি কমলে মাঠে খেলা গড়ালে মুস্তাফিজের হাতে ধরা দেয় ক্যারিবীয়দের দ্বিতীয় উইকেট। লিটন দাসের দুর্দান্ত ক্যাচের ফলে ৯ রানে ঘরে ফেরেন জশুয়া ডি সিলভা।

এরপর অধিনায়ক জেসন মোহাম্মদ ও আন্দ্রে ম্যাকার্থির ব্যাটে আগাচ্ছিল সফরকারীরা। তবে এবার বাধ সাধেন সাকিব। বোল্ড করে আন্দ্রে ম্যাকার্থিকে (১২) ঘরে ফেরান তিনি।

একটু পর মুশফিকের কাছে ক্যাচ বানিয়ে জেসন মোহাম্মদকে ফেরান টাইগার অলরাউন্ডার। ১৭ রান করে মাঠ ছাড়েন ক্যারিবীয় অধিনায়ক। এনক্রুমাহ বোনার হন সাকিবের তৃতীয় শিকার।

এরপর দৃশ্যপটে আবির্ভাব অভিষিক্ত হাসান মাহমুদের। তিনি পরপর দুই বলে রভম্যান পাওয়েল (২৮) ও রেমন রেইফারের (০) উইকেট শিকার করেন। এরপর মেহেদী হাসান মিরাজের শিকার হন ৪০ রান করা কাইল মায়ারস।

আকীল হোসেনকে আউট করে তৃতীয় উইকেট শিকার করেন হাসান। আলঝারি জোসেফকে বোল্ড করে ক্যারিবীয়দের ইনিংসের ইতি টানেন সাকিব। দলের হয়ে সাকিব ৪টি, হাসান মাহমুদ ৩টি, মুস্তাফিজ ২টি ও মিরাজ ১টি উইকেট নেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়