Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:০৮, ২১ জানুয়ারি ২০২১

বর্ষসেরা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল

গ্লেন ম্যাক্সওয়েল

গ্লেন ম্যাক্সওয়েল

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বৃহস্পতিবার বর্ষসেরা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। এ তালিকায় অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল বর্ষসেরা ওয়ানডে ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন। এতে টানা তিনবার বর্ষসেরা হওয়ার গৌরব লাভ করলেন তিনি। এর আগে টানা দুই বার টি-২০তে বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন এই হার্ডহিটার।

২০২০ সালে সব দেশ মিলে মাত্র ৪৪টি ওয়ানডে খেলা হয়েছে। এর মধ্য থেকেই ব্যাটিংয়ে সেরার পুরস্কার জিতেছেন ম্যাক্সওয়েল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সাত নম্বরে নেমে ৯০ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। সেই সুবাদে জিতেছেন এ স্বীকৃতি। এদিকে বর্ষসেরা ওয়ানডে বোলারের পুরস্কার পেয়েছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি।

টেস্টে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন ভারতের আজিংকা রাহানে, বোলার অস্ট্রেলিয়ার জস হ্যাজলউড। টি-২০ ফরম্যাটে সেরা ব্যাটসম্যান এবং বোলার যথাক্রমে অ্যারন ফিঞ্চ এবং লকি ফার্গুসন। অভিষিক্ত বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কাইল জেমিসন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়