Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৪০, ২২ জানুয়ারি ২০২১

হেসেখেলে টাইগারদের সিরিজ জয় 

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩ ওভার ২ বলে ৭ উইকেটে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। ফলে ক্যারিবীয়দের বিপক্ষে টানা তৃতীয় সিরিজ জয় তথা হ্যাটট্রিক পূর্ণ করলো টাইগাররা। এর আগে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই সিরিজ জিতে বাংলাদেশ। 

এই ম্যাচে অধিনায়ক হিসেবে ফিফটি পূর্ণ করেন তামিম ইকবাল। এর আগের ম্যাচে ৪৪ রান করে প্রতিপক্ষ অধিনায়ক জেসন মোহাম্মদের বলে স্টাম্পিং হন তামিম। সেই আক্ষেপ ঘুচালেন আজ। তবে হাফ সেঞ্চুরি করার পরেই বলেই সাঝঘরে ফেরেন এই ড্যাসিং ওপেনার। 

৭৬ বলের মোকাবিলায় ৫০ রানের ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা হাঁকান তামিম। দলীয় ১০৯ রানে রেয়মন রেইফারের বলে উইকেটরক্ষক জশুয়া ডা সিলভার হাতে ক্যাচ দেন তিনি। 

এ সময় দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে সঙ্গে দিতে ব্যাটিংয়ে নামেন মুশফিকুর রহিম। দুজন শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়েন। সাকিব ৫০ বলে ৪৩ রান করেন এবং মুশফিক ২৪ বলে ৯ রান করেন। দুজনেই অপরাজিত থাকেন। 

এর আগে লিটন দাসের পর সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। জেসন মোহাম্মদের ডেলিভারিতে তার ব্যাট ছুঁয়ে বল আশ্রয় নেয় অটলির হাতে। তার আগে ২৬ বলে করেন ১৭ রান। লিটনের ইনিংসটিও দীর্ঘায়িত হয়নি। আকিল হোসেইনের বলে ষষ্ঠ ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউ হন লিটন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ফেরার আগে ২৪ বলে করেন ২২ রান। এতে ২টি রয়েছে চারের মার। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে মিরাজ, সাকিবদের বোলিং তোপে ৪৩.৪ ওভারে ১৪৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। আগের ম্যাচের মতো এ ম্যাচেও সফরকারীদের কোনো ব্যাটসম্যান ৫০ পেরোতে পারেননি। 

উদ্বোধনী জুটিতে ভালো কিছু করতে পারেননি সুনীল আমব্রিস ও কেয়র্ন ওটলি। দলীয় ১০ রানেই আমব্রিসকে সাজঘরের পথ দেখিয়ে দেন আগের ম্যাচে প্রথম দুই উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান। ওটলি অনেকক্ষণ উইকেটে থেকেও ইনিংস বড় করতে পারেননি। ২৪ রানে মেহেদী হাসান মিরাজের শিকার হন তিনি। 

কিছুক্ষণ পর মিরাজের আরো একটি আঘাত। এবার শিকার জশুয়া ডা সিলভা। ৩৭ রানে তিন উইকেট হারিয়ে ক্যারিবীয়রা যখন মাঝ দরিয়ায়, তখন স্পিন ভেল্কি নিয়ে হাজির সাকিব। প্রথম ওয়ানডেতে মাত্র ৮ রানে ৪ উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার ফিরিয়ে দেন আন্দ্রে ম্যাকার্থিকে।

দলের দুঃসময়ে হাল ধরার চেষ্টা করে কাইল মেয়ার্সও কিছু করতে পারেননি। রান আউট হয়ে ফিরতে হয় তাকে। শেষ দিকে গিয়ে কিছুটা লড়াই করেছে ওয়েস্ট ইন্ডিজ। এনক্রুমাহ বোনার ২০ রান করেন। ১৭ রান করেন আলজারি জোসেফ। দীর্ঘক্ষণ উইকেটে থেকে ৬৬ বলে ২টি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন রভম্যান পাওয়েল। 

দারুণ বোলিং করা মিরাজ ২৫ রান খরচায় নেন সর্বোচ্চ ৪টি উইকেট। সাকিব ৩০ রানে নেন ২ উইকেট, মুস্তাফিজের শিকার ২ উইকেট। ৭.৫ ওভারে তার খরচা মাত্র ১৫ রান। একটি উইকেট নেন আগের ম্যাচে অভিষেক হওয়া হাসান মাহমুদ। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়