Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫০, ২৩ জানুয়ারি ২০২১
আপডেট: ১০:৫১, ২৩ জানুয়ারি ২০২১

করোনা আক্রান্ত জিদান

চলতি খারাপ সময়ের মধ্যেই আরেকটি দুঃসংবাদ পেলো রিয়াল মাদ্রিদ, প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কোচ জিনেদিন জিদান।

শুক্রবার (২২ জানুয়ারি) এক বিবৃতিতে কোচ জিদানের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসার খবর জানিয়েছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।

এর ফলে লিগে শনিবার স্বাগতিক আলাভেসের বিপক্ষে ম্যাচে ফরাসি কোচকে ডাগআউটে পাচ্ছে না গতবারের চ্যাম্পিয়নরা।

চলতি মাসের শুরুতে করোনাভাইরাসে আক্রান্ত একজনের সংস্পর্শে আসায় আইসোলেশনে ছিলেন জিদান। এজন্য একটি অনুশীলন সেশনেও উপস্থিত ছিলেন না তিনি।

এদিকে বর্তমানে কোচিংয়ে বাজে সময় পার করছেন জিদান। শেষ তিন ম্যাচে তার নেতৃত্বে জয় পেয়েছে একটি। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে তারা হেরে যায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। এর আগে ওসাসুনার বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা। সবশেষ গত বুধবার তৃতীয় সারির দল আলকোইয়ানোর বিপক্ষে হেরে কোপো দেল রের শেষ বত্রিশ থেকে বিদায় নেয় রিয়াল।

আইনিউজ/এইচও

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়