Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৯, ২৫ জানুয়ারি ২০২১
আপডেট: ১২:২০, ২৫ জানুয়ারি ২০২১

শূন্য রানে সাজঘরে লিটন

ফাইল ছবি

ফাইল ছবি

সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। যদিও আজকের ম্যাচ শুরুই হয়েছে হার দিয়ে। টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথম ওভারে কোনো রান না তুলেই শূন্য রানে সাজঘরে ফিরলেন লিটন।

৬ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ রান তোলেছে ২৬। অধিনায়ক তামিম ইকবাল ৯ রানে ক্রিজে আছেন। তার সঙ্গী নাজমুল হোসাইন শান্ত ১৫ রান করেছেন।

মিরপুরে শুরুর দুই ম্যাচের একটিতে টস জেতে বাংলাদেশ। হারে একটিতে। তবে দুই ম্যাচেই পরে ব্যাটিং করে সহজ জয় তুলে নেয়। চট্টগ্রামে তাই টস হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুতে ব্যাটিং পরীক্ষা দিতে হবে রাসেল ডমিঙ্গোর শিষ্যদের।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বশেষ ম্যাচগুলোতে পরে ব্যাটিং করা দলই বেশি জিতেছে। তবে ধবলধোলাই লক্ষ্য ধরে নামা বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে শিশিরের বিরুদ্ধে বল করে জয়ের চ্যালেঞ্জ নিতে হবে। ভাঙতে হবে ধারা।

সেই চ্যালেঞ্জ জয় করতে পেস বোলিং বিভাগে এসেছে দুই পরিবর্তন। রুবেল হোসেন ও হাসান মাহমুদের জায়গায় একাদশে ঢুকেছেন তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

আইনিউজ/এইচএ

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়