Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:০৯, ২৫ জানুয়ারি ২০২১

হাফ সেঞ্চুরি করে সাজঘরে ফিরলেন তামিম

সংগৃহীত

সংগৃহীত

বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল প্রথম ম্যাচে করেছিলেন ৪৪ রান। পরের ম্যাচে করলেন ৫০। এবারও হাফ সেঞ্চুরি পার হলেন। তবে বেশি দূর যেতে পারেন নি। ৬৪ রানে থামলেন তিনি।

৩৮ রানে নাজমুল হোসেন শান্ত আউট হওয়ার পর মাঠে নামেন সাকিব আল হাসান। তাকে নিয়ে তামিম ইকবাল গড়ে তোলেন ৯৩ রানের জুটি। এরপরই অ্যালজারি জোসেফের শিকার হন বাংলাদেশ অধিনায়ক। জোসেফের শট বলে মিডউইকেটে ক্যাচ তুলে দেন তামিম ইকবাল। ক্যাচ ধরেন আকিল হোসেইন।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশ দলের সংগ্রহ ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান। ৪৭ রান নিয়ে ব্যাট করছেন সাকিব আল হাসান। ২২ রান নিয়ে ব্যাট করছেন মুশফিকুর রহীম।    

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচ যদিও গুরুত্বহীন; কিন্তু বিশ্বকাপ সুপার লিগের হওয়ার কারণে এই ম্যাচটাও খুব গুরুত্বপূর্ণ। ১০ পয়েন্ট নামের পাশে লেখা হলে ২০২৩ বিশ্বকাপে খেলার ক্ষেত্রে উপকারী হবে।

আইনিউজ/এসডিপি 

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়