Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৩, ২৫ জানুয়ারি ২০২১

ক্যারিবিয় শিবিরে শুরুতেই মোস্তাফিজের জোড়া আঘাত

অভিজ্ঞ চার সিনিয়নের চোখ ধাঁধানো পারফরম্যান্সে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ সংগ্রহ করেছে বাংলাদেশ ক্রিকেত ডোল। ২৯৮ রানের লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। 

২৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শিবিরে দ্বিতীয় ওভারেই আঘাত হানেন মুস্তাফিজ। ফলে রান সংগ্রহ যাত্রার শুরুতেই উইকেট হারিয়েছে উইন্ডিজ। দ্বিতীয় ওভারের শেষ বলে দলীয় মাত্র ৭ রানেই কাইরন ওটলেকে (১) মুশফিকের গ্লাভসবন্দী করিয়ে ফেরান দ্য ফিজ। 

পরে নিজের তৃতীয় ও দলের ষষ্ট ওভারে এসে আবারও আঘাত হানেন বাঁহাতি কাটার মাস্টার। এবার তার শিকার হন আরেক ওপেনার সুনিল অ্যামব্রিস। এ নিয়ে টানা তৃতীয় ম্যাচেও ফিজের শিকার হলেও সুনিল। লেগবিফোর হওয়ার আগে দুই চারে ১৪ বল থেকে ১৩ রান করেন ক্যারিবিয় ওপেনার। ফলে দলীয় ৩০ রানেই দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা।

এর আগে চার অভিজ্ঞের দৃঢ়তায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে লিটন দাসকে (০) হারালেও দলের হাল ধরলেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল ও সাকিব আল হাসান। দুজনের ব্যাট থেকেই আসে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। শেষ দিকে গিয়ে ফিনিশিংয়ের দায়িত্বটা নেন অন্য দুই অভিজ্ঞ তারকা ও ভায়রা মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও লিটন দাস। প্রথম ওভারের পঞ্চম বলে আলঝারি জোসেফের বলে লেগ বিফোরের শিকার হন লিটন। কোনো রান না করেই সাজঘরে ফেরেন তিনি। নাজমুল হোসেন শান্ত এ ম্যাচেও ব্যাট হাতে বেশি কিছু করতে পারেননি। ৩০ বলে ২০ রান করে কাইল মেয়ার্সের কাছে পরাস্ত হন তিনি।

৭০ বলে ফিফটি পূরণ করেন তামিম। ৮০ বলে ৬৪ রান করে জোসেফের শিকারে পরিণত হন টাইগার অধিনায়ক। তার বিদায়ে নামা মুশফিকুর রহিম ২৭ রানে অপরাজিত আছেন। 

এই ম্যাচ জিতলে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশের গৌরব অর্জন করবে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে সব মিলিয়ে পাঁচটি সিরিজ জিতলেও, টাইগাররা তাদের হোয়াইটওয়াশ করতে পেরেছে শুধু ২০০৯ সালের সফরে।

সেবারও তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। প্রায় এক যুগ পর এবার তামিমদের সামনে একই সাফল্যের হাতছানি।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়