Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৭, ২৫ জানুয়ারি ২০২১

দারুণ ম্যাচে ইনজুরিতে সাকিব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে একসাথে জ্বলে ওঠেছেন বাংলাদেশ ক্রিকেট দলের চার সিনিয়র সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ। দারুণ এই ম্যাচেই শেষের দিকে চোট পেয়ে মাঠ ছেড়েছেন সাকিব আল হাসান। তবে সাকিবের চোট কতটা গুরুতর তা এখনো জানা যায়নি।

সোমবার (২৫ জানুয়ারি) বোলিংয়ে প্রথম চার ওভার ভালোভাবেই শেষ করেছেন। পঞ্চম ওভারে এসে কুচকির টানের কারণে ওভার শেষ করতে পারেননি। এক বল বাকি রেখেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন সাকিব। তার ওভারের শেষ বলটি করেন সৌম্য সরকার।

ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর সঙ্গে মাঠ থেকে বেরিয়ে যান তিনি। তবে বোর্ডের মেডিকেল টিমের পক্ষ থেকে সাকিবের চোটের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।

বল হাতে কেমন করেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার তা দেখার অপেক্ষায় ছিলেন সবাই। কারণ আর চার উইকেট পেলেই মাশরাফীকে টপকে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ২৭০ উইকেট শিকার করে ফেলবেন সাকিব। তবে ধারণা করা হচ্ছে এই ম্যাচে আর নামা হবে না সাকিবের।

এর আগে ব্যাট হাতে ৫১ রান করেছেন সাকিব। আর বল হাতে ৪.৫ ওভারে ১২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়