Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:২৫, ২৮ জানুয়ারি ২০২১
আপডেট: ১৩:২৭, ২৮ জানুয়ারি ২০২১

হাসপাতালে সৌরভ, আবারও দেখতে আসছেন দেবী শেঠি

দেবী শেঠি ও সৌরভ গাঙ্গুলি

দেবী শেঠি ও সৌরভ গাঙ্গুলি

বুকে ব্যথা নিয়ে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ গাঙ্গুলি। জানা গেছে, সৌরভকে দেখতে আবারও আসছেন বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে আর কিছুক্ষণের মধ্যেই অ্যাঞ্জিওগ্রাম হবে সৌরভের। বৃহস্পতিবার পরে তার অ্যাঞ্জিওপ্লাস্টি করারও পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সৌরভের পরিবারের অনুরোধে বেঙ্গালুরু থেকে বৃহস্পতিবার সকালেই কলকাতায় উড়ে আসছেন মি. শেঠি। দমদম বিমানবন্দর থেকে তিনি সরাসরি পৌঁছে যাবেন বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালে।

মঙ্গলবার সন্ধ্যা থেকেই অস্বস্তি বোধ করছিলেন সৌরভ। বুধবার বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয় পরিবার।

এর আগে গত ২ জানুয়ারি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। সেসময় প্রায় এক সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। তার বুকে দু’টি স্টেন্ট বসানো হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়