Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:২৩, ২৯ জানুয়ারি ২০২১
আপডেট: ১২:২৫, ২৯ জানুয়ারি ২০২১

সৌরভের হার্টে বসানো হয়েছে দু’টি স্টেন্ট

সৌরভ গাঙ্গুলী

সৌরভ গাঙ্গুলী

বিসিসিএই সভাপতি সৌরভ গাঙ্গুলির হার্টে দু'টি স্টেন্ট বসানো হয়েছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। তারপরই দু'টি স্টেন্ট বসানো হয়েছে তার হার্টে।

বৃহস্পতিবার দুপুরে সৌরভকে হাসপাতালের ক্যাথ ল্যাবে নিয়ে যাওয়া হয়। পরে বিকেল সোয়া ৩টার দিকে তার অ্যাঞ্জিওপ্লাস্টি শুরু হয়। শেষ হয় প্রায় বিকেল ৫টার দিকে। প্রথমে জানা গিয়েছিল, সৌরভের হার্টে একটি স্টেন্ট বসানো হবে। কিন্তু পরে দু'টি স্টেন্টই বসানো হয়েছে।

প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠি এবং অশ্বিন মেহতার তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। হাসপাতাল থেকে বের হয়ে দেবী শেঠি জানান, ‘‘পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সৌরভের অবস্থা স্থিতিশীল রয়েছে। কোনও সমস্যা হয়নি।

জানা গেছে, সৌরভকে ‘ড্রাগ ইলিউটিং’ স্টেন্ট দেওয়া হয়েছে। তার আগে শরীরে সেডেটিভ দেওয়া হয়। যে কারণে সৌরভ আচ্ছন্ন ছিলেন বেশ কিছুক্ষণ। তবে চিকিৎসকরা জানান, কিছুক্ষণ পরেই সৌরভ স্বাভাবিক অবস্থায় চলে আসেন। আগেরবার সৌরভের ডানহাত দিয়ে শরীরে স্টেন্ট ঢোকানো হয়েছিল। এবারও সেই প্রক্রিয়াই অনুসরণ করা হয়েছে। আজ তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেই থাকবেন। মাত্রা কম হলেও আজও অক্সিজেনের সাপোর্ট থাকবে।

চিকিৎসকরা জানিয়েছেন, সেন্ট বসানো হলেও আগামী এক বছর কড়া ডোজের ওষুধ খেতে হবে সৌরভকে। পাশাপাশি, জীবনযাপনও নিয়ন্ত্রণে রাখতে হবে। কোনওভাবে যেন শারীরিক কোনও সমস্যাকে হেলাফেলা না করেন, সেই নির্দেশও দেওয়া হয়েছে।

এদিকে বৃহস্পতিবার  সৌরভকে দেখতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, সৌরভকে দেখে এলাম। ও ভাল আছে, সুস্থ আছে। ওর দ্রুত আরোগ্য কামনা করছি।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যা থেকেই অস্বস্তি বোধ করছিলেন সৌরভ। বুধবার বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয় পরিবার।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়