Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৫০, ১ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২২:০৫, ১ ফেব্রুয়ারি ২০২১

কখনো কি খেলেছেন ‘সেপাক টাকরো’?

‘সেপাক টাকরো’ খেলা

‘সেপাক টাকরো’ খেলা

কখনো কি খেলেছেন ‘সেপাক টাকরো’? তবে এই নামে যে একটি খেলা আছে সেটা হয়ত অনেকেই জানেন না। এমনকি যারা খেলাধুলার সঙ্গে জড়িত তারাও জানেন কিনা সন্দেহ!

আপনারা কি জানেন এই খেলার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে বাংলাদেশ। শুধু তাই নয়, প্রায়ই বিদেশে আন্তর্জাতিক আসরে অংশ নেয় ‘সেপাক টাকরো’ নামে এই খেলাটি। অথচ দেশের মানুষ খেলাটি সম্পর্কে জানেই না। দেশেও নিয়মিত নয় সেপাক টাকরো নামের এই খেলাটি। 

‘সেপাক টাকরো’ খেলাটি আসলে কিক ভলিবল। পা দিয়ে ভলিবল খেলার মতো। কোর্ট ব্যাডমিন্টনের আকারে। নেট ভলিবলের মতো। তবে উচ্চতা কম, ৫ ফুট ১ ইঞ্চি। খেলতে হয় পা দিয়ে। চারটি ইভেন্টে হয় খেলা। ইভেন্ট ভিত্তিতে ২/৩/৪ জন করে তিনজন করে খেলোয়াড় থাকেন প্রতি দলে। গেম হয় ২১ পয়েন্টে।

১৯৯০ সালে বেইজিং এশিয়ান গেমসে দিয়ে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়া আসরে অন্তর্ভূক্ত হয়েছে খেলাটি। আন্তর্জাতিক অঙ্গনে সেপাক টাকরো পরিচিত খেলা হলেও বাংলাদেশে একেবারেই অপ্রচলিত।

আরো পড়ুন শেষ হলো জাতীয় `সেপাক টাকরো` সুপার সিরিজ প্রতিযোগিতা

মূলত সেপাক টাকরো খেলাটি ঘরোয়াভাবে আয়োজিত করা হয়। ফলে এর প্রচার কম।

আমাদের দেশে একেক খেলার জন্য একেক ফেডারেশন বা অ্যাসোসিয়েশন রয়েছে। সেপাক টাকরোর নামে রয়েছে একটি  অ্যাসোসিয়েশন। ২০০৯ সালে এটি গঠিত হলেও ২০১৮ সালে জাতীয় ক্রীড়া পরিষদ অ্যাসোসিয়েশন হিসেবে সেপাক টাকরোকে অনুমোদন দেয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ