স্পোর্টস ডেস্ক
আমার নিজের বিশ্বাস হচ্ছিল না, এটা কী করে সম্ভব!
সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে খেলতে নেমে পাঁচ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো সেঞ্চুরির দেখা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। আট নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করতে পারবেন, সেই বিশ্বাস ছিল না মিরাজেরই।
দিনের খেলা শেষে মিরাজ বলেন, ‘ব্যাটিংয়ে নামার সময় এমন কিছু মাথায় ছিল না। তবে সবসময় চিন্তা করছিলাম.... খেলা শুরুর আগে, আমার প্রথম যে কোচ আল মাহমুদ, খুলনা থেকে আমাকে ফোন করেছিলেন যে, এই ম্যাচে একটা সেঞ্চুরি দেখতে চাই। কিন্তু আমার নিজের বিশ্বাস হচ্ছিল না যে এটা কী করে সম্ভব। আট নম্বরে নেমে সেঞ্চুরি করা কীভাবে সম্ভব!’
তিনি আরও বলেন, ‘সে (আল মাহমুদ) আমাকে সবসময় উৎসাহ দিচ্ছিলেন, বলছিলেন- তুই যদি ভালোভাবে খেলতে পারিস, ভালো সুযোগ আছে, সেঞ্চুরি হতে পারে। সাহস দিচ্ছিলেন। তবে এটা বলতে চাই যে, আমার নিজের ভেতরে বিশ্বাস হচ্ছিল না। এখন তো আল্লাহ অশেষ রহমতে নিজেকেও বিশ্বাস করছি যে, শেষের দিকে যদি ব্যাটসম্যান ভালো খেলে বা বোলার সাপোর্ট করে; তাহলে ভালো রান করা, সেঞ্চুরি করা সম্ভব।’
বাংলাদেশ ইনিংসের ৯৩তম ওভারের দ্বিতীয় বলে উইকেটে গিয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে মিরাজ আউট হন ১৫১তম ওভারের দ্বিতীয় বলে। মাঝের ৫৮ ওভারে দল পেয়েছে ১৮২ রান, যেখানে মিরাজের একার অবদান ১০৩। প্রায় পৌনে ৪ ঘণ্টা উইকেটে থেকে ১৬৮ বল মোকাবিলা করে ১০৩ রানের ইনিংসটি খেলেছেন মিরাজ। যেখানে ছিল ১৩টি চারের মার।
উইকেটে গিয়ে মিরাজ সঙ্গী হিসেবে পেয়েছিলেন সাকিব আল হাসানকে। সপ্তম উইকেট জুটিতে সাকিব-মিরাজ যোগ করেন ৬৭ রান। দলীয় ৩১৫ রানে সাকিব ফিরে যান ব্যক্তিগত ৬৮ রান করে। তখন মিরাজ অপরাজিত ছিলেন ৩৮ রানে। এরপর শেষের তিন ব্যাটসম্যানকে নিয়ে দলীয় সংগ্রহে আরও ১১৫ রান এনে দেন।
তাইজুল ইসলামকে নিয়ে অষ্টম উইকেটে ৪৪, নাঈম হাসানের সঙ্গে নবম উইকেটে ৫৭ এবং শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে মোস্তাফিজের সঙ্গে গড়েন ১৪ রানের জুটি। বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আট বা তার নিচে নেমে করেছেন সেঞ্চুরি। সব মিলিয়ে বাংলাদেশের পক্ষে ২২তম টেস্ট সেঞ্চুরিয়ান হয়েছেন মিরাজ।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























