Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩, ৫ ফেব্রুয়ারি ২০২১

শুভ জন্মদিন রোনালদো-নেইমার

রোনালদো ও নেইমার

রোনালদো ও নেইমার

বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমার। আজ ৫ ফেব্রুয়ারি দু’জনেরই জন্মদিন।

১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করা রোনালদো আজ পা রাখলেন ৩৭ বছরে। অন্যদিকে রোনালদোর সাত বছর পরে আরেক মহাদেশে ১৯৯২ সালে জন্ম নিয়েছেন নেইমার জুনিয়র। তিনি পা রাখলেন ৩০ বছরে।

রোনালদোর জন্ম ১৯৮৫-এ, পর্তুগালের মাদেইরা শহরে। মা-বাবা নাম রেখেছিলেন তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সঙ্গে মিল রেখে। ছোটবেলায় ছিলেন অত্যন্ত গোবেচারা, নিরীহ প্রকৃতির। শৈশবে সমবয়সী নয়, খেলতে পছন্দ করতেন বড়দের সঙ্গে। বড়দের সঙ্গে খেলার সময় অনেক বেশ লাথি খেতে হতো। তবুও হতোদ্যম হতেন না। ছোটবেলা থেকেই অনুভব করতেন ফুটবলার হতে হবে।

ফুটবলার হওয়ার তীব্র আকাঙ্ক্ষা নিয়েই মাত্র ১২ বছর বয়সে খেলা শুরু করেন স্পোর্টিং দ্য লিসবোনে। একপর্যায়ে মাদেইরা থেকে পরিবার-পরিজন ছেড়ে চলে আসেন। এরপর কেবলই এগিয়ে চলার গল্প।

বর্তমানে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে খেলছেন রোনালদো। এর আগে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় বড় ক্লাবে খেলেছেন, দলকে এনে দিয়েছেন অসংখ্য শিরোপা।

এদিকে ব্রাজিলের সব কিংবদন্তীদের সবকিছুর প্যাকেজ যার মধ্যে, তিনি নেইমার ডা সিলভা সান্তোস জুনিয়র। মাত্র ৯ বছর বয়সে পেলের স্মৃতিবিজড়িত ক্লাব সান্তোসে নাম লেখান। ২০১৩ মৌসুমে সান্তোসের সঙ্গে গাঁটছড়া ছিন্ন করে যোগ দেন স্বপ্নের ক্লাব বার্সেলোনায়। ২০১৭ সালে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে বার্সা থেকে নাম লিখিয়েছেন ফ্রান্সের ক্লাব পিএসজিতে। এখনো খেলছেন সে ক্লাবের হয়ে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়